TRENDING:

Lata Mangeskar: শচিন দেব, হেমন্ত, সলিল চৌধুরী, সুধীন দাশগুপ্তর সুরে মাতিয়ে রেখেছিলেন বাংলাকে! ছবিতে ফিরে দেখা সুরসম্রাজ্ঞী লতার জীবন

Last Updated:
Lata Mangeskar passes away: লতা মঙ্গেশকর বাংলা ভাষায় ১৮৫ টি গান গেয়েছেন। ১৯৫৬ সালে হেমন্তর সুরে ‘প্রেম একবারই এসেছিল নীরবে’ গানের মাধ্যমে লতার আত্মপ্রকাশ ঘটে।
advertisement
1/17
শচিন দেব, হেমন্ত, সলিলের সুরে মাতিয়েছিলেন বাংলাকে! ছবিতে স্মরণে লতা মঙ্গেশকর
প্রয়াত লতা মঙ্গেশকার। ৯২ বছর বয়সে সুরের মেহফিলে ইতি টানলেন ভারতের সুরসম্রাজ্ঞী।
advertisement
2/17
১৯২৯ সালে ইন্দোরে মারাঠি এবং কোঙ্কনি সঙ্গীতশিল্পী দীননাথ মঙ্গেশকর এবং শেবন্তীর কোলে জন্ম নেন লতা মঙ্গেশকর।
advertisement
3/17
advertisement
4/17
লতা ছিলেন পরিবারের বড় সন্তান। মীনা, আশা, ঊষা এবং হৃদয়নাথ সকলেই সঙ্গীতের জগতের দিকপাল।
advertisement
5/17
বাবার কাছ থেকেই প্রথম সঙ্গীত শিক্ষা লাভ করেন লতা। পাঁচ বছর বয়সে, বাবার সঙ্গীত নাটকে অভিনেত্রী হিসেবে কাজ শুরু করেন তিনি।
advertisement
6/17
লতা এবং বোন আশা হিন্দি ভাষার সিনেমা বড়ি মা (১৯৪৫)-এ ছোট একটি ভূমিকায় অভিনয় করেন। সেই সিনেমায় লতা "মাতা তেরে চরণ মে" ভজনও গেয়েছিলেন।
advertisement
7/17
সঙ্গীত পরিচালক গোলাম হায়দার লতাকে প্রযোজক শশধর মুখার্জির সঙ্গে পরিচয় করিয়ে দেন। তখন শহিদ (১৯৪৮) চলচ্চিত্রের কাজ চলছে। লতার কণ্ঠ 'খুব পাতলা' বলে কাজ করতে রাজি হননি শশধর।
advertisement
8/17
হায়দার লতাকে মজবুর (১৯৪৮) চলচ্চিত্রে "দিল মেরা তোড়া," গানটি গাওয়ান। এটিই লতার প্রথম বড় সাফল্য। বিখ্যাত হয় এই গানটি। একটি সাক্ষাত্কারে, লতা নিজেই বলেছিলেন, "গোলাম হায়দার সত্যিই আমার গডফাদার। তিনিই প্রথম সঙ্গীত পরিচালক যিনি আমার প্রতিভার প্রতি সম্পূর্ণ বিশ্বাস রেখেছিলেন।"
advertisement
9/17
লতার প্রথম দিকের হিট গানগুলির মধ্যে একটি হল "আয়েগা আনাওয়ালা"। মহল (১৯৪৯) চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক খেমচাঁদ প্রকাশ গানটি রচনা করেন এবং পর্দায় এই গানকে মূর্ত করেছিলেন অভিনেত্রী মধুবালা
advertisement
10/17
মধুমতি সিনেমায় সলিল চৌধুরীর সঙ্গীত পরিচালনায় 'আজা রে পরদেশী'-র জন্য লতা সেরা মহিলা প্লেব্যাক শিল্পীর ফিল্মফেয়ার পুরস্কার জেতেন।
advertisement
11/17
মুঘল-ই-আজম (১৯৬০) এর লতা গলায় "প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া" গানটি, এখনও সমান জনপ্রিয়।
advertisement
12/17
১৯৬২ সালে, হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে 'বিশ সাল বাদ' সিনেমায় "কহিন দীপ জলে কহিন দিল" গানের জন্য লতা দ্বিতীয় ফিল্মফেয়ার পুরস্কারে ভূষিত হন।
advertisement
13/17
১৯৬৩ সালের ২৭ জানুয়ারি, ভারত-চিন যুদ্ধের পটভূমিতে, লতা তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর উপস্থিতিতে "অ্যায় মেরে ওয়াতান কে লোগো" গানটি গেয়েছিলেন। শোনা যায়, প্রধানমন্ত্রীর চোখে জল এনে দিয়েছিল লতার গলায় এই গান।
advertisement
14/17
১৯৬৩ সালে লতা শচিন দেব বর্মনের সঙ্গে বেশ কিছু বিখ্যাত গান উপহার দেন। এসডি বর্মনের সুরে "আজ ফির জিনে কি তামান্না হ্যায়", "গাতা রহে মেরা দিল" এবং গাইড সিনেমার "পিয়া তোসে", "হোঁঠো পে অ্যায়সি বাত" সহ বেশ কয়েকটি জনপ্রিয় গান রেকর্ড করেন।
advertisement
15/17
১৯৬০ এর দশকেই লতা মঙ্গেশকর মদন মোহনের সঙ্গে একাধিক কাজ করেন। "আপ কি নজরো নে সমঝা", "লগ যা গলে" এবং "নয়না বরসে রিম ঝিম" গানগুলি গান।
advertisement
16/17
২০০১ সালে লতা মঙ্গেশকরকে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন প্রদান করা হয়।
advertisement
17/17
লতা মঙ্গেশকর বাংলা ভাষায় ১৮৫ টি গান গেয়েছেন। ১৯৫৬ সালে হেমন্তর সুরে ‘প্রেম একবারই এসেছিল নীরবে’ গানের মাধ্যমে লতার আত্মপ্রকাশ ঘটে। একই বছর, তিনি ভূপেন হাজারিকার সুরে ‘রঙ্গিলা বাঁশিতে’ গান। সলিলের সুরে ‘না যেওনা’ এবং ‘ওগো আর কিছু তো নয়’ এর মতো হিট গান উপহার দিয়েছেন শ্রোতাদের। ১৯৬০ এর দশকে ‘আকাশ প্রদীপ জ্বলে’, ‘একবার বিদায় দে মা ঘুরে আসি,’ ‘সাত ভাই চম্পা,’ ‘নিঝুম সন্ধ্যায়,’ ‘চঞ্চল মন আনমনা,’ "আষাঢ় শ্রাবণ,’ এর মতো বিখ্যাত গানে বাংলার সঙ্গীত জগত এখনও উদ্ভাসিত। সুধীন দাশগুপ্ত, হেমন্ত এবং সলিল চৌধুরীর মতো সুরকারদের সঙ্গে তাঁর কণ্ঠের জাদু দিয়ে রচিত গানগুলি বাঙালির আজীবনের সম্পদ।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Lata Mangeskar: শচিন দেব, হেমন্ত, সলিল চৌধুরী, সুধীন দাশগুপ্তর সুরে মাতিয়ে রেখেছিলেন বাংলাকে! ছবিতে ফিরে দেখা সুরসম্রাজ্ঞী লতার জীবন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল