Lata Mangeshkar passes away: স্তব্ধ হল কোকিলকন্ঠ...স্মৃতির পাতা থেকে সুরসম্রাজ্ঞীর কিছু না দেখা ছবি
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Lata Mangeshkar Passes Away: ভারতীয় সঙ্গীত জগতে অপূরণীয় শূন্যস্থান তৈরি করে চলে গেলেন লতা মঙ্গেশকর।
advertisement
1/7

লতা মঙ্গেশকর প্রয়াত। বয়স হয়েছিল ৯২ বছর। প্রায় চার সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন শিল্পী। File Photo
advertisement
2/7
সম্প্রতি অবস্থার উন্নতিও হচ্ছিল। কিন্তু শনিবার থেকেই আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। দিতে হয় ভেন্টিলেশনে। সেখান থেকে আর ফেরানো যায়নি লতাকে। File Photo
advertisement
3/7
এর আগেও সঙ্কটজনক অবস্থায় একাধিক বার হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল লতাকে। কিন্তু অনুরাগীদের আশ্বস্ত করে প্রত্যেকবারই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন। File Photo
advertisement
4/7
কোভিডে আক্রান্ত হওয়ায় গত ১১ জানুয়ারি তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন নবতিপর শিল্পী। প্রথম থেকেই তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছিল। ৩০ জানুয়ারি শিল্পীর কোভিড নেগেটিভ রিপোর্ট আসে। কিন্তু বয়সজনিত নানা সমস্যার কারণে শেষ পর্যন্ত আর লড়তে পারলেন না তিনি। File Photo
advertisement
5/7
১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর লতার জন্ম এক মারাঠি পরিবারে। মাত্র ১৩ বছর বয়সে বাবাকে হারান। তার আগে অবশ্য বাবার হাত ধরেই অভিনয় এবং গান শিখতে শুরু করে দিয়েছিলেন। ১৩-১৪ বছর বয়সেই প্রথম বার সিনেমায় গান গাওয়া। মরাঠি ছবিতে। মুম্বই যাওয়ার পর ১৯৪৮ সালে প্রথম হিন্দি ছবিতে গান। ‘মজবুর’ ছবিতে। File Photo
advertisement
6/7
কোভিডের সঙ্গে নিউমোনিয়া থাকায় গায়িকার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। চিকিত্সকরা জানিয়েছিলেন, বাড়তি সতর্কতার জন্যই তাঁকে গত কয়েকদিন আইসিইউতে রাখা হয়েছিল। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই চিকিত্সায় সাড়া দিচ্ছিলেন লতা মঙ্গেশকর। কিন্তু শেষরক্ষা হল না। শেষ পর্যন্ত কোভিড ও নিউমোনিয়ার জোড়া ফলার সঙ্গে যুঝতে পারলেন না কিংবদন্তি গায়িকা। File Photo
advertisement
7/7
গত কয়েকদিন ২৪ ঘণ্টা চিকিত্সকদের পর্যবেক্ষণে ছিলেন লতা মঙ্গেশকর। চিকিত্সকরা তাঁর ভক্তদের অনুরোধ করেছিলেন, কিংবদন্তি শিল্পীর আরোগ্য কামনায় যেন প্রার্থনা করা হয়। কিন্তু লতা মঙ্গেশকরের অগণিত ভক্তের প্রার্থনা শেষমেশ কাজে এল না। ভারতীয় সঙ্গীত জগতে অপূরণীয় শূন্যস্থান তৈরি করে চলে গেলেন লতা মঙ্গেশকর। File Photo