Lata Mangeshkar: বিয়ে করেননি, তবুও সিঁথিতে পরতেন সিঁদুর! কার সঙ্গে প্রেম ছিল লতা মঙ্গেশকরের? সুরসম্রাজ্ঞীর অজানা গল্প
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
সে সময় একাধিক সংবাদমাধ্যমে লতা মঙ্গেশকর ও রাজ সিং দুঙ্গারপুরের প্রেম নিয়ে লেখালেখিও হয়েছিল৷ রাজ ও লতা একে অপরকে বিয়ে করবেন ঠিক করেছিলেন৷ কিন্ত রাজ সিং দুঙ্গারপুরের বাবা সেই ভাবনায় জল ঢেলে দেয়৷ বাবার সিদ্ধান্ত মেনে নেন রাজ সিং দুঙ্গারপুর৷ কিন্তু দুজনেই নিজের পরিবারকে জানিয়ে দেন আর কাউকে কোনওদিনও বিয়ে করবেন না তাঁরা
advertisement
1/5

গান ছিল লতা মঙ্গেশকরের অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। তাঁর প্রতিটি গান যেন এক জীবন্ত সৃষ্টি
advertisement
2/5
লতা মঙ্গেশকর একসময় গান গাওয়া ছেড়ে দিয়েছিলেন, তবুও তাঁর প্রতি শ্রোতাদের এবং পরিচালকদের আকর্ষণ কখনও কমেনি। প্রতিটি পরিচালক চাইতেন, তাঁদের ছবির অন্তত একটি গান লতা মঙ্গেশকর গাইবেন। কারণ, তাঁর সুর-গায়কী যে কোনও গানকে এক অনন্য মাত্রায় পৌঁছে দিত। তাঁর গানের সেই অবিস্মরণীয় গলার কাজ আজও মানুষের হৃদয়ে একইভাবে বেঁচে রয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
3/5
২৮ সেপ্টেম্বর, ১৯২৯ সালে একটি মধ্যবিত্ত মারাঠা পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। মাত্র পাঁচ বছর বয়সে তিনি গান শেখা শুরু করেন। ১৯৪২ সালে তাঁর কর্মজীবন শুরু করেন।
advertisement
4/5
তাঁর গলার মিষ্টতা আর অনবদ্য সুরের মূর্ছনা মানুষকে মোহিত করে দিত। লতাজি বিশ্বের ৩৬টি ভাষায় ৫০ হাজারেরও বেশি গান গেয়েছেন। কিন্তু তাঁর জীবনে রয়েছে নানা অজানা ঘটনা, তিনি বিশ্বাস করতেন যে তাঁর বাবার কারণেই তিনি গায়িকা হতে পেরেছিলেন, কারণ তিনি তাঁকে সঙ্গীতের শিক্ষা দিয়েছিলেন।
advertisement
5/5
সে সময় একাধিক সংবাদমাধ্যমে লতা মঙ্গেশকর ও রাজ সিং দুঙ্গারপুরের প্রেম নিয়ে লেখালেখিও হয়েছিল৷ রাজ ও লতা একে অপরকে বিয়ে করবেন ঠিক করেছিলেন৷ কিন্ত রাজ সিং দুঙ্গারপুরের বাবা সেই ভাবনায় জল ঢেলে দেয়৷ বাবার সিদ্ধান্ত মেনে নেন রাজ সিং দুঙ্গারপুর৷ কিন্তু দুজনেই নিজের পরিবারকে জানিয়ে দেন আর কাউকে কোনওদিনও বিয়ে করবেন না তাঁরা