TRENDING:

Lata Mangeshkar’s love for chocolate: চকোলেটে ছিল অসম্ভব দুর্বলতা, লতা মঙ্গেশকরের অক্ষর পরিচয় হয়েছিল বাড়ির কিশোর পরিচারকের কাছে

Last Updated:
তাঁর স্বর্গীয় কণ্ঠের পিছনে যন্ত্রণাবিদ্ধ সংগ্রামের কথা কত জন মনে রেখেছেন? মাটির কাছাকাছি থাকা তাঁর ব্যক্তিজীবনেও ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য বর্ণময় ও চমকপ্রদ তথ্য৷ (Unknown and interesting facts about Lata Mangeshkar)
advertisement
1/8
চকোলেট ছিল দুর্বলতা, লতা মঙ্গেশকরের অক্ষর পরিচয় হয়েছিল বাড়ির পরিচারকের কাছে
শ্রোতাদের কাছে তিনি বাগদেবীর মৃন্ময়ী রূপ৷ তার আড়ালে হারিয়ে গিয়েছে লতা মঙ্গেশকরের রক্তমাংসে তৈরি মানবিক ও লৌকিক রূপ৷ তাঁর স্বর্গীয় কণ্ঠের পিছনে যন্ত্রণাবিদ্ধ সংগ্রামের কথা কত জন মনে রেখেছেন? মাটির কাছাকাছি থাকা তাঁর ব্যক্তিজীবনেও ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য বর্ণময় ও চমকপ্রদ তথ্য৷ (Unknown and interesting facts about Lata Mangeshkar)
advertisement
2/8
তিন চার বছর বয়সে প্রথম স্কুলে গিয়েছিলেন লতা৷ কোলে ১০ মাস বয়সি ছোটবোন আশা৷ কিন্তু বাধা দিলেন শিক্ষিকা৷ স্কুলে আনা যাবে না বোনকে৷ নিয়ম নেই৷ বাড়ি ফিরে এসেছিলেন লতা৷ পরে এক সাক্ষাৎকারে কিন্নরকণ্ঠী বলেছিলেন, তাঁর এত রাগ হয়েছিল যে আর স্কুলেই যাননি৷
advertisement
3/8
বাড়িতে ছিলেন কিশোর পরিচারক বিঠ্ঠল৷ তাঁর কাছেই লতার মরাঠি অক্ষরজ্ঞান৷ পরিচালক-লেখক নাসরিন মুন্নি কবীরকে তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁর কথাতেই বিঠ্ঠল শিখিয়ে দিয়েছিলেন মরাঠি লেখা ও পড়ার সহজ পাঠ৷
advertisement
4/8
অসম্ভব ভালবাসতেন চকোলেটের স্বাদ৷ সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সে কথা বলেছেন ওয়াহিদা রহমান৷ বর্ষীয়ান অভিনেত্রী স্মৃতিচারণায় ফিরে গিয়েছেন সাতের দশকে৷ ১৯৭১-এর মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশে একটি অনুষ্ঠানের জন্য তিনি আয়োজন করছিলেন৷ লতাকে অনুরোধ করেছিলেন ওয়াহিদা৷ কিন্তু ১০ দিন ধরে প্রস্তাব প্রত্যাখ্যান করে যান সুরসম্রাজ্ঞী৷
advertisement
5/8
শেষে ওয়াহিদা পথ খুঁজে পান৷ লতার দুর্বলতাকেই হাতিয়ার করেন৷ প্রতিদিন শিল্পীর বাড়িতে পাঠাতে থাকেন প্রচুর চকোলেট৷ শেষ অবধি রাজি হন সুরসম্রাজ্ঞী৷ ওয়াহিদাকে বলেন, ‘‘তুমি আমার দুর্বলতা বুঝতে পেরে তার সুযোগ নিয়েছো৷ তুমি খুব সপ্রতিভ৷’’ কিন্নরকণ্ঠীর আন্তরিকতায় মুগ্ধ হন অভিনেত্রী৷
advertisement
6/8
সারা পৃথিবী ঘুরে তিনি গান শুনিয়েছেন৷ তবে সবথেকে বেশি ভাল লেগেছিল আমেরিকা৷ এক সাক্ষাৎকারে সে কথা জানিয়েছিলেন বিবিসি-র সাংবাদিককে৷
advertisement
7/8
শিল্পী বলেছিলেন, ‘‘শুনতে অবাক লাগলেও এটা সত্যি যে ছুটিতে আমি যখনই আমেরিকা যেতাম, লাস ভেগাসে ছুটি কাটাতে খুব ভাল লাগত৷ খুব রোমাঞ্চকর শহর৷ স্লট মেশিনে খেলতে দারুণ লাগত৷ রুলেট বা তাস কখনও খেলিনি৷ কিন্তু রাতভ কাটিয়ে দিতাম স্লট মেশিনে৷ ভাগ্য কখনও কখনও সুপ্রসন্নও হয়েছে এবং আমি জিতেছি৷’’
advertisement
8/8
ছবি তোলা ছিল লতার প্যাশন৷ বাড়িতে মা ও ভাইবোনদের, স্টুডিওতে কর্মরত সহকর্মীদের লেন্সবন্দি কতেন তিনি৷ নামী দামী ক্যামেরা ও লেন্সের সংগ্রহ ছিল তাঁর৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Lata Mangeshkar’s love for chocolate: চকোলেটে ছিল অসম্ভব দুর্বলতা, লতা মঙ্গেশকরের অক্ষর পরিচয় হয়েছিল বাড়ির কিশোর পরিচারকের কাছে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল