Lata Mangeshkar: ৩৩ বছর বয়সে বিরাট ষড়যন্ত্রের শিকার! লতা মঙ্গেশকরের খাবারে বিষ মিশিয়ে ফেরার, তিনমাস শয্যাশায়ী কিংবদন্তি, গা শিউরে উঠবে
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Lata Mangeshkar Demise|Lata Mangeshkar Passes Away|Lata Mangeshkar Last Journey|Lata Mangeshkar Musical Carrer|Lata Mangeshkar Life|Bharat Ratna Lata Mangeshkar|Bollywood: মাত্র ৩৩ বছর বয়সে ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন লতা মঙ্গেশকর
advertisement
1/9

শুধুই সুর সম্রাজ্ঞী বা ভারতরত্ন লতা মঙ্গেশকর (Late Lata Mangeskar) নন ৷ তাঁর ব্যাপ্তি জীবনের প্রতিটি মুহূর্তে তিনি মা সরস্বতীর বরকন্যা নন তিনি একটি প্রতিষ্ঠানও বটে ৷ ফাইল ছবি ৷
advertisement
2/9
লতা মঙ্গেশকরই নন, তিনি লতাদিদি হয়েই সবার সমান রূপে ভালবাসা পেয়েছেন ৷ ফাইল ছবি ৷
advertisement
3/9
লতা মঙ্গেশকর (Lata Mangeskar) সত্যিকারেই প্রতিটি ভারতবাসীর কাছে অনুপ্রেরণার অন্য নাম ৷ তবে তাঁর জীবনও খুব একটা সহজ সরল ছিলনা জীবনের প্রতিটি বাঁকেই ছলি সমান রূপে চড়াই উতরাই ৷ ফাইল ছবি ৷
advertisement
4/9
৩৩ বছর বয়সে ভয়ানক ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছিল লতা মঙ্গেশকরকে (Lata Mangeskar Demise) ৷ এই কাহিনিই তাঁর এই ঘনিষ্ঠ বন্ধুর কাছে শুনতে পাওয়া গিয়েছিল ৷ ফাইল ছবি ৷
advertisement
5/9
তাঁর পদ্মা সচদেবের বই অ্যায়সা কাঁহাসে লাউ বা এমন কোথা থেকে নিয়ে আসব ৷ লতা মঙ্গেশকরকে ৩৩ বছর বয়সে মারতে চেয়েছিল ৷ গভীর ষড়যন্ত্র করা হয়েছিল তাঁর বিরুদ্ধে ৷ ফাইল ছবি ৷
advertisement
6/9
১৯৬৩ সালে লতা মঙ্গেশকর ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন ৷ চিকিৎসক এসে ডাক্তারি পরীক্ষা করেন সেখানে যাতে পারা গিয়েছিল তাঁকে খাবারের সঙ্গে বিষ (Slow Poison) মিশিয়ে দেওয়া হয়েছিল ৷ ফাইল ছবি ৷
advertisement
7/9
এই ঘটনা ভারতরত্ন প্রয়াত কিংবদন্তি শিল্পীর শরীরে ব্যাপক প্রভাব ফেলেছিল তিনমাস তিনি শয্যাশায়ী হয়েছিলেন ৷ ফাইল ছবি ৷
advertisement
8/9
এরপরেই তাঁর পরিচারক বিনা পারিশ্রমিক নিয়ে পালিয়ে গিয়েছিলেন ৷ এরপরেই মজরুহ সুলতানপুরী নিয়ম করে লতা দিদির কাছে যেতেন ৷ প্রথমে তাঁর খাবার চেখে দেখতেন তার পরেই লতা মঙ্গেশকরকে খেতে দিতেন ৷ ফাইল ছবি ৷
advertisement
9/9
৫,০০০-এর বেশি গান গেয়েছেন প্রয়াত লতা মঙ্গেশকর ৷ ৩৬টি আঢ্চলিক ভাষার ছবিতে গান গেয়েছেন ৷ মধুবালা থেকে প্রিয়াঙ্কা চোপড়া লতা মঙ্গেশকরের আওয়াজে নিজেদের সমৃদ্ধ করেছেন ৷ ফাইল ছবি ৷