Lata Mangeshkar: গান তো শোনেন হামেশাই! জানেন, লতা মঙ্গেশকরের ‘আসল নাম’ কী...? কিশোর কুমারকে দেখে কেন ভয় পেয়েছিলেন 'কোকিলকণ্ঠী'? মৃত্যুদিনে গায়িকার অজানা গল্প
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
এই নামটি সারা বিশ্বে লতা মঙ্গেশকরকে বিশেষ স্বীকৃতি দিয়েছিল, কিন্তু জানলে অবাক হবেন লতা নামটি তার ‘আসল নাম’ ছিল না
advertisement
1/12

দেশের সেরা শিল্পীদের তালিকায় আজও উজ্জ্বল নাম লতা মঙ্গেশকর। ‘কোকিল কন্ঠী’ লতা সূরের জগতে অমলিন নাম। লতা মঙ্গেশকরের জীবন নিয়ে আজও ভক্তদের সমান উত্সাহ। কিন্তু লতা মঙ্গেশকরের সম্পর্কে আজও অনেক তথ্য অনেকের কাছেই অজানা। জানেন কি, লতা মঙ্গেশকরের নাম আসলে লতা ছিল না। পরবর্তীকালে একটি ঘটনার পর তাঁর নাম বদলে যায়।
advertisement
2/12
দাদাসাহেব ফালকে পুরস্কার, পদ্মভূষণ, পদ্মবিভূষণ এবং ভারতরত্ন পুরস্কারে ভূষিত লতা মঙ্গেশকর। গোটা দেশ জুড়ে এমনকী দেশের বাইরেও তাঁর ভক্তসংখ্যা অগুণতি। ভারতের সবচেয়ে বিখ্যাত গায়িকা বলা হয় তাঁকে। আজ লতা মঙ্গেশকরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। হিন্দি, মারাঠি, বাংলা-সহ ৩৬টিরও বেশি ভাষায় গান গেয়ে রেকর্ড গড়েছিলেন তিনি।
advertisement
3/12
তাঁর কন্ঠের জাদু আজও ছড়িয়ে আছে। মধ্যপ্রদেশের ইন্দোরে জন্ম হয় লতার। ছোট থেকেই সঙ্গীতের পরিবেশে বড় হয়ে উঠেছিলেন তিনি। তাঁর বাবা দীনানাথ মঙ্গেশকর ছিলেন একজন মারাঠি সঙ্গীতশিল্পী, শাস্ত্রীয় গায়ক এবং থিয়েটার অভিনেতা।
advertisement
4/12
গানের পরিবেশেই বেড়ে ওঠেন লতা এবং তাঁর অন্যান্য ভাই বোনেরা। গানের জগতের লতার মতোই প্রতিষ্ঠিত নাম তাঁর বোন আশা ভোঁসলের।
advertisement
5/12
লতা তার বাবা-মা এবং ভাইবোনদের সঙ্গে সুখী জীবনযাপন করছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে লতার বাবার আর্থিক অবস্থার অবনতি ঘটে। দীননাথের থিয়েটার কোম্পানিও বন্ধ হয়ে যায় এবং তাঁর অনেক ঋণ ছিল। বাবা দীননাথ অল্প বয়সে মারা গেলে, কন্যা লতা হঠাৎ করে পরিবারের অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হন।
advertisement
6/12
এই নামটি সারা বিশ্বে লতা মঙ্গেশকরকে বিশেষ স্বীকৃতি দিয়েছিল, কিন্তু জানলে অবাক হবেন লতা নামটি তার আসল নাম ছিল না। জন্মের পর তাঁর বাবা-মা প্রথমে তার নাম রাখেন হেমা।
advertisement
7/12
মিডিয়া রিপোর্ট অনুসারে, পরে লতার বাবা, তাঁর ভাব বন্ধন নাটকের প্রধান মহিলা চরিত্র লতিকা দ্বারা প্রভাবিত হয়ে তাঁর নাম রাখেন লতা এবং তারপর সবাই তাকে এই নামে ডাকতে শুরু করে।
advertisement
8/12
একজন প্রবীণ গায়ক হওয়া সত্ত্বেও, তিনি সারাজীবন একটি বিষয়ে অনুতপ্ত ছিলেন। কিশোর কুমারকে দেখে তিনি দৌড়তে শুরু করেছিলেন। এ নিয়ে তিনি নিজেও বেশ কয়েকবার কথা বলেছেন। আসলে লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের আলাপ ছিল বেশ মজার।
advertisement
9/12
আসলে মুম্বইয়ে কেরিয়ার শুরুর দিনগুলিতে লতা মঙ্গেশকর লোকাল ট্রেন ধরে স্টুডিওতে যেতেন। একদিন, মহালক্ষ্মী স্টেশনে, কুর্তা-পাজামা পরে এবং একটি লাঠি নিয়ে তার বগিতে প্রবেশ করল এক ব্যক্তি। লোকটিকে লতার খানিকটা চেনা চেনা মনে হয়েছিল কিন্ত কোথায় দেখেছিলেন তা তিনি মনে করতে পারেননি।
advertisement
10/12
ট্রেন থেকে নেমে তিনি গাড়ি ধরলেন। দেখা গেল কুর্তা পরা লোকটিও গাড়ি নিয়ে তাঁর পিছু নিতে শুরু করেছে। এসব দেখে রীতিমতো ভয় পেয়ে যান লতা। তিনি ছুটতে ছুটতে স্টুডিওতে পৌঁছান।
advertisement
11/12
কাছে পরিচিত মনে হয়েছিল, কিন্তু তিনি সেই ব্যক্তিকে কোথায় দেখেছিলেন তা তিনি মনে করতে পারেননি। ট্রেন থেকে নেমে আমরা একটা গাড়ি নিলাম এবং সেই লোকটাও গাড়িতে করে পিছু নিল।
advertisement
12/12
স্টুডিওতে পৌঁছে তিনি সঙ্গীতজ্ঞ খেমচাঁদকে জিজ্ঞেস করলেন- 'ইনি কে যে আমাকে অনুসরণ করছে?' খেমচন্দ্র পিছন ফিরে তাকাতেই হাসতে লাগলেন এবং বললেন- 'ইনি কিশোরকুমার, অশোক কুমারের ভাই।'