ঠাকুরের আসনে নিজের মায়ের ছবি বসিয়ে লক্ষ্মী পুজো করলেন পল্লবী চট্টোপাধ্যায় !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
নিজের মাকে, মা লক্ষ্মীর আসনে বসিয়ে প্রতিবার পুজো করেন পল্লবী। এই বছরও একই প্রথা পালন করলেন তিনি।
advertisement
1/5

কোজাগরী লক্ষ্মী পুজোর আনন্দে মেতেছেন সাধারণ মানুষ থেকে তারকারা। ধনদেবীর আরাধনায় ব্যস্ত অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়।
advertisement
2/5
প্রতি বছর বিরাট করে পুজোর আয়োজন করেন পল্লবী। তবে করোনার জন্য এই বছর হয়নি কোনওরকম আড়ম্বর।
advertisement
3/5
একাই সমস্ত আয়োজন করেছেন পল্লবী। মা লক্ষ্মীকে সাজানো, থেকে প্রসাদ সব কিছু নিজের হাতে করেছেন তিনি।
advertisement
4/5
নিজের মাকে, মা লক্ষ্মীর আসনে বসিয়ে প্রতিবার পুজো করেন পল্লবী। এই বছরও একই প্রথা পালন করলেন তিনি।
advertisement
5/5
লক্ষ্মী পুজোয় প্রতি বছর পল্লবীর বাড়িতে হোম হয়।অতিথিদের ভিড় নেই। তবে নিষ্ঠার সঙ্গে পুজো করলেন পল্লবী।