Kriti Sanon : 'আমার জীবন নষ্ট করলে কেন কৃতী?' নেটদুনিয়ায় এক ব্যক্তির কাছে ক্ষমা চাইলেন অভিনেত্রী
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Kriti Sanon : কৃতী স্যাননের (Kriti Sanon) জন্য নাকি এক ব্যক্তির জীবনটাই নষ্ট হয়ে গিয়েছে। সেই ব্যক্তি অভিযোগ জানাতে টুইটারে জনসমক্ষে ক্ষমাও চাইলেন অভিনেত্রী।
advertisement
1/6

অভিনেত্রী কৃতী স্যাননের (Kriti Sanon) জন্য নাকি এক ব্যক্তির জীবনটাই নষ্ট হয়ে গিয়েছে। সেই ব্যক্তি অভিযোগ জানাতে টুইটারে জনসমক্ষে ক্ষমাও চাইলেন অভিনেত্রী। ভাবছেন তো ঠিক কী ঘটেছিল?
advertisement
2/6
বলিউডে কৃতী স্যাননের ভাবমূর্তি স্বচ্ছ। তাঁর নামে সেভাবে গুজবই নেই। কিন্তু হঠাৎ কী এমন হল যে নায়িকা নিজে ক্ষমা চাইলেন? পুরো ঘটনার মূলে রয়েছে তাঁর গান পরম সুন্দরী।
advertisement
3/6
মিমি ছবির এই গানটি বিপুল জনপ্রিয়তা পেয়েছে। গানটিতে কৃতী স্যাননকে (Kriti Sanon) নাচতে দেখা গিয়েছে। গানটি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছিল আর সেই গানের জন্যই নাকি বিপদে পড়েছেন 'পরম ছায়া' নামে এক ব্যক্তি।
advertisement
4/6
এই পরম নামেই যত বিপত্তি। ব্যক্তি টুইট করেছেন, "ছোটবেলায় স্কুলে আমার কোনও সমস্যা হয়নি কখনও। আমার পদবী নিয়ে মশকরা করার জন্য আমি কখনও কারও উপর রেগে যাইনি। কিন্তু যখন থেকে কৃতী স্যাননের গান পরম সুন্দরী মুক্তি পেয়েছে তখন থেকে আমাকে নিয়ে অন্তত ১০০০ বার মশকরা করা হয়েছে। এটা কেন করলে কৃতী? কেন আমার জীবন নষ্ট করলে?"
advertisement
5/6
তবে ওই ব্যক্তি যে পুরোটাই মজার ছলে বলেছেন তা তাঁর ব্যবহার করা কয়েকটি ইমোজিতেই স্পষ্ট। পরম ছায়া নামের ওই ব্যক্তির টুইটে কৃতী উত্তরে লিখেছেন, "উপস!! সরি!"
advertisement
6/6
ওই ব্যক্তির সঙ্গে কৃতী স্যাননের টুইট নেট দুনিয়ায় হাসির রোল ফেলেছে। প্রসঙ্গত, পরম সুন্দরী গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। গানটির সুরকার এআর রহমান। গানটি বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। ইনস্টাগ্রামে এই গানে অনেকেই রিল করে পোস্ট করেছিলেন।