Nadia News: রুপম-কবীর-প্রাঞ্জল! কৃষ্ণনগর বসন্ত উৎসবে আবারও ঝড় তুলতে আসছেন এক ঝাঁক শিল্পী
- Reported by:Mainak Debnath
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Nadia News: উড়ানের ডাকে এ বছরেও আয়োজন হতে চলেছে কৃষ্ণনগর কারবালা মাঠে বসন্ত উৎসবের। তিন দিনব্যাপী চলবে এই উৎসব।
advertisement
1/7

কৃষ্ণনগর বসন্ত উৎসব নদিয়া জেলার মধ্যে অন্যতম ব্যতিক্রমী একটি উৎসব। চিরাচরিত বসন্ত উৎসবের পাশাপাশি এখানে চলে বিভিন্ন ধরনের সামাজিক কার্যকলাপও। জেনে নিন, এবছর কৃষ্ণনগর বসন্ত উৎসবের দিনক্ষণ এবং বিশেষ অতিথিদের নাম। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/7
উড়ানের ডাকে এ বছরেও আয়োজন হতে চলেছে কৃষ্ণনগর কারবালা মাঠে বসন্ত উৎসবের। তিন দিনব্যাপী চলবে এই উৎসব। ইতিমধ্যেই সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন তারা।
advertisement
3/7
সংস্থার পক্ষ থেকে জানা যাচ্ছে, ২৯ থেকে ৩১ মার্চ পর্যন্ত তিন দিন চলবে এই উৎসব কৃষ্ণনগর কারবালা মাঠে। সন্ধে ছ'টা থেকে মঞ্চ মাতাবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা।
advertisement
4/7
২৯ মার্চ কৃষ্ণনগর বসন্ত উৎসবে আসতে চলেছে সঙ্গীত শিল্পী কবীর সুমন। এবং ৩০ তারিখ আসতে চলেছে বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রাঞ্জল এবং দেবায়ন ও অবকাশ নামে একটি ব্যান্ড।
advertisement
5/7
শেষের দিন অর্থাৎ ৩১ মার্চ কৃষ্ণনগরে পুনরায় বসন্ত উৎসবে আসছে সকলের প্রিয় বাংলার অন্যতম বিখ্যাত ব্যান্ড ফসিলস। প্রত্যেকটি অনুষ্ঠান আনুমানিক সন্ধে ৬ টা নাগাদ শুরু হতে পারে বলে জানা যাচ্ছে।
advertisement
6/7
উল্লেখ্য, গতবছরও উড়ানের আয়োজনে কৃষ্ণনগর বসন্ত উৎসবে মঞ্চ মাতিয়ে গিয়েছেন রুপম ইসলাম ও তার ব্যান্ড ফসিলস ও অন্যান্য সঙ্গীত শিল্পীরা।
advertisement
7/7
অনুষ্ঠানের বিস্তারিত বিবরণ এছাড়াও যাবতীয় সমস্ত তথ্য জানার জন্য যোগাযোগ করতে হবে: ৭০৪৭৫১৯৩৭৬, ৭৮৬৬০৪৮৫৩৪ ও ৯৮০০৪৪০০৯ এই সমস্ত নম্বরে।