Konkona Sensharma Aparna Sen: অপর্ণা সেনের প্রাক্তন জামাই, কঙ্কনার প্রাক্তন স্বামী রণবীর ডেটিং অ্যাপে 'সঙ্গিনী' খুঁজছেন! ভাইরাল ছবি দেখুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Konkona Sensharma Aparna Sen: কঙ্কনার প্রাক্তন স্বামী অভিনেতা রণবীর শোরে। সেই প্রাক্তনের কারণে ফের এত বছর পর সংবাদ শিরোনামে অপর্ণা সেনের মেয়ে কঙ্কনা। কিন্তু কেন?
advertisement
1/11

বিখ্যাত বাঙালি পরিচালক-অভিনেত্রী অপর্ণা সেনের একমাত্র মেয়ে কঙ্কনা সেনশর্মা। কঙ্কনা নিজেও একজন অসামান্য অভিনেত্রী ও পরিচালক।
advertisement
2/11
কঙ্কনার প্রাক্তন স্বামী অভিনেতা রণবীর শোরে। সেই প্রাক্তনের কারণে ফের এত বছর পর সংবাদ শিরোনামে অপর্ণা সেনের মেয়ে কঙ্কনা। কিন্তু কেন?
advertisement
3/11
আগের মতো বড়পর্দায় সেভাবে দেখা যায় না তাঁকে। ব্যক্তিগত জীবন নিয়েও চর্চায় ছিলেন না বহুদিন। কিন্তু নতুন করে ফের খবরর শিরোনামে উঠে এলেন বলিউড অভিনেতা, কঙ্কনা সেনশর্মার প্রাক্তন স্বামী রণবীর শোরে।
advertisement
4/11
৫২ বছর বয়সি রণবীরকে একটি ডেটিং অ্যাপ-এ দেখা গিয়েছে। সেখানে তিনি কেমন সঙ্গী চান, তার যে বিবরণ দিয়েছেন রণবীর, তা নিয়েই জোর চর্চা এই মুহূর্তে।
advertisement
5/11
ডেটিং অ্যাপ Bumble-এ রণবীরের প্রোফাইল রয়েছে বলে জানা গিয়েছে। Reddit-এ রণবীরের প্রোফাইল সকলের সামনে তুলে ধরেছেন একজন।
advertisement
6/11
সেখানে নিজের পরিচয় দিতে গিয়ে রণবীর লিখেছেন, 'থিয়েটার, ছায়াছবি ও টেলিভিশন অভিনেতা'। মহিলা সঙ্গী খুঁজছেন বলেও লেখা রয়েছে প্রোফাইলে।
advertisement
7/11
সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে অনুঘটকের কাজ করতে পারে কী, সেই প্রশ্নের উত্তরে লেখা রয়েছে, 'হিন্দু'। রণবীর হিন্দু ধর্মাবলম্বী সঙ্গী খুঁজছেন বলেই তাই মনে করছেন সকলে।
advertisement
8/11
মহিলাদের জন্য তাঁর মনজয়ের উপায়ও লিখে দিয়েছেন রণবীর। সেখানে একটাই চাওয়া তাঁর, রসবোধ।
advertisement
9/11
Bumble-এ রণবীরের ছবি সম্বলিত ওই প্রোফাইলটি সত্যিই সত্যিই অভিনেতার কি না, আলাদা করে তা যাচাই করে দেখেনি নিউজ ১৮ বাংলা। তবে তাঁকে নিয়ে গুঞ্জন খারিজও করে দেননি রণবীর, কোনও মন্তব্যও করেননি। ডেটিং অ্যাপে রণবীরের প্রোফাইল থাকার মধ্যে যদিও অস্বাভাবিক কিছু দেখছেন না নেটিজেনরাও। জীবনে কাউকে না কাউকে প্রয়োজন পড়ে বলে মত তাঁদের।
advertisement
10/11
২০০৭ সালে সম্পর্কে জড়ান কঙ্কনা এবং রণবীর। রজত কপূরের ছবি 'মিক্সড ডাবলস'-এ অভিনয়ের সময় আলাপ। পরে আরও একটি ছবিতে কাজ। ঘনিষ্ঠতা বাড়ে ধীরে ধীরে। বেশ কয়েক বছর প্রেম করার পর ২০১০ সালে অভিনেতা রণবীর শোরেকে বিয়ে করেন কঙ্কনা। খুবই ছিমছাম ভাবে হয় সেই অনুষ্ঠান। তার এক বছরের মাথায় তাঁদের পুত্র হারুনের জন্ম হয়। ২০১৫ সালে পাঁচ বছরের মাথায় দাম্পত্য জীবনে ইতি টানেন রণবীর-কঙ্কনা।
advertisement
11/11
তবে বিচ্ছেদ মানেই মুখ দেখাদেখি বন্ধ, এমনটা নয়। বরং ছেলের কারণে যোগাযোগ হয় তাঁদের। সন্তানের যৌথ অভিভাবকত্বের দায়িত্ব নিয়েছেন তাঁরা। কিন্তু কখনই তাঁর ও অভিনেত্রীর সম্পর্ক নিয়ে বিশেষ মুখ খোলেননি রণবীর। তাঁদের ছেলে হারুনের প্রসঙ্গ বিভিন্ন সময় উল্লেখ করেছেন অভিনেতা।