কপালে বড় টিপ ! সিঁথি ভর্তি সিঁদূর ! মা দুর্গার সাজে ধরা দিলেন কনীনিকা !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
বাংলা ধারাবাহিকে কনীনিকা থাকা মানেই, সে সিরিয়ালের টিআরপি তুঙ্গে।
advertisement
1/5

কনীনিকা বন্দ্যোপাধ্যায়। বাংলা সিনেমা ও টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ তিনি। বাংলা ধারাবাহিকে কনীনিকা থাকা মানেই সে সিরিয়ালের টিআরপি তুঙ্গে। photo source Inshtagram
advertisement
2/5
কনীনিকা এখন ভীষণ ব্যস্ত। স্বামী, কন্যা, সংসার সেই সঙ্গে কাজ নিয়ে ব্যস্ত তিনি। photo source Instagram
advertisement
3/5
সামনেই দুর্গা পুজো আসছে। যদিও এবার দুর্গা পুজো একেবারে অন্য ছকে হবে। বেশিরভাগটাই ডিজিট্যালি করার কথা ভাবা হচ্ছে। হয়তো এ বছর আড্ডাও জমাতে হবে ফেসবুক লাইভে। তবে পুজোর সময় কনীনিকা তাঁর ফ্যানেদের উপহার দিলেন দারুণ কিছু ছবি। photo source Instagram
advertisement
4/5
সম্প্রতি ইনস্টাগ্রামে তিনি কিছু ছবি শেয়ার করেছেন। বাড়িতেই মা দুর্গার সাজে এই ছবি তুলেছেন তিনি। photo source Instagram
advertisement
5/5
এই ছবি পোস্ট করে কনীনিকা ট্যাগ করেছেন নাচ, দশভূজা, ও শারদীয়াকে। দশভূজায় নিজেকে মেলে ধরলেন অভিনেত্রী। photo source Instagram