কেউ সন্তানকে নিয়ে কাটালেন ঘরোয়া বড়দিন, কেউ মেতে উঠলেন পিকনিকের আনন্দে! কেমন কাটল নুসরত, পরমব্রত, বনি, কৌশানীর ক্রিসমাস?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
সম্প্রতি হৈ-হৈ করে মুখেভাত হল পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর পুত্র নিষাদের। অন্নপ্রাশনের আয়োজন ছিল এলাহী। তবে তাঁদের বড়দিন কেটেছে ছিমছাম, ঘরোয়াভাবেই।
advertisement
1/7

বাড়িতেই ক্রিসমাস ট্রি সাজিয়েছিলেন নুসরত জাহান। তাঁকে সঙ্গ দিলেন ছেলে ইশান।
advertisement
2/7
মায়ের সঙ্গে কোরিয়ান হার্ট সাইন দেখিয়ে ছবি পোস্ট করেছেন তাঁরা।
advertisement
3/7
কারও মাথায় সান্তা টুপি, কেউ লাল ক্রিসমাস ব্যান্ড, ছেলে ঈশানের সঙ্গে লাল পোশাকে সেজে বাড়িতে সাজানো ক্রিসমাস ট্রিয়ের সামনে বসে ছবি তুলে পোস্ট করেছেন টলি নায়িকা নুসরত জাহান।
advertisement
4/7
সম্প্রতি হৈ-হৈ করে মুখেভাত হল পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর পুত্র নিষাদের। টলিউডের এই তারকা দম্পতির ছেলের মুখেভাতের আয়োজন ছিল এলাহী। তবে তাঁদের বড়দিন কেটেছে ছিমছাম, ঘরোয়াভাবেই।
advertisement
5/7
টলিপাড়ার প্রেমিকযুগল কৌশানী মুখোপাধ্যায় ও বনি সেনগুপ্ত বড়দিন কাটিয়েছেন দু-ভাগে।
advertisement
6/7
তাঁরা বড়দিনের বাধ্যতামূলক পিকনিকেও শামিল হয়েছেন। আবার পোষ্যকে সঙ্গে নিয়ে লাল পোশাকে সেজে আদুরে ছবিও পোস্ট করেছেন।
advertisement
7/7
যতই ব্যস্ততা থাকুক, যতই থাকুক ছবির প্রচারের চাপ, তবু এই দিনটা পরিবারের সঙ্গ ছাড়া অসম্পূর্ণ। এইদিনে সান্তা দু-হাতে উপহারে ভরিয়ে দেয় কচিকাচাদের। প্রতি বছরের মতো এ বারেও তার ব্যতিক্রম না। বড়দিনে জমজমাট তারকাদের অন্দরমহল। বড়দিন মানেই বর্ষবরণের উৎসবের মেজাজ শুরু। রঙিন আলোয় সেজেছে কলকাতার অলিগলি।