TRENDING:

Saif Ali Khan Attacked: 'জেহ বাবাকে কোলে তুলে নিতে...', আততায়ী জেহ-র বিছানার পাশে! রাতের ন্যানির বয়ান প্রকাশ্যে, জানলে শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নামবে

Last Updated:
Saif Ali Khan Attacked: আততায়ী টাকা চায়, বলে, "টাকা... এক কোটি"! ঠিক এই সময়েই ওই ঘরে উপস্থিত আরেক আয়া জুনু ছুটে যায় করিনা আর সইফের ঘরে, তাঁদের খবর দিতে।
advertisement
1/8
'জেহ বাবাকে কোলে তুলে নিতে...',আততায়ী জেহ-র বিছানার পাশে, ন্যানির বয়ান প্রকাশ্যে
*সইফ আলি খানের ফ্ল্যাটে আততায়ী হামলার খবর বৃহস্পতিবার সকাল থেকেই ব্যতিব্যস্ত করে তুলেছে দেশকে। যত সময় যাচ্ছে, এক এক করে সামনে আসছে ঘটনার খুঁটিনাটি। এবার যেমন বয়ান মিলেছে নায়কের কনিষ্ঠ পুত্র জেহ-র আয়া এলিয়ামা ফিলিপের। সংগৃহীত ছবি।
advertisement
2/8
*৫৪ বছরের ফিলিপ জানিয়েছেন, তিনিই প্রথম ওই আততায়ীকে দেখেন। এফআইআর-এ তিনি বিশদে ঘটনার কথা উল্লেখ করেছেন। বলেন, রাতে তিনি ঘুমোচ্ছিলেন, একটা আওয়াজে তাঁর ঘুম ভেঙে যায়। প্রথমে তাঁর মনে হয় বোধহয় করিনা কাপুর খান জেহ-র ঘরে গিয়েছেন। কিন্তু এর পরেই তিনি বাথরুমের দরজার কাছে মাথায় টুপি পরা এক পুরুষ অবয়বের ছায়া দেখেন। বুঝে নিতে দেরি হয়নি ফিলিপের একটা কিছু খারাপ ঘটতে চলেছে। সঙ্গে সঙ্গে তিনি ছুটে যান জেহ-র ঘরে। তাঁকে আসতে দেখেই ওই আততায়ী মুখে আঙুল দিয়ে বলে- "কোনও আওয়াজ নয়"! সংগৃহীত ছবি।
advertisement
3/8
*"আমি যখন জেহ বাবাকে কোলে তুলে নিতে যাই, তখন ওই লোকটা আমার দিকে ছুটে আসে। ওর এক হাতে একটা লাঠি ছিল, অন্য হাতে ধারালো এক হেক্সা ব্লেড। লোকটা আমায় ওই ব্লেড দিয়ে কোপাতে চেয়েছিল। আঘাত এড়ানোর জন্য আমি যখন হাত তুলি, তখন আমার হাত কেটে যায়", বয়ানে জানিয়েছেন ফিলিপ। সংগৃহীত ছবি।
advertisement
4/8
*ফিলিপ জানান, উদ্দেশ্য কী এই প্রশ্ন করা হলে ওই আততায়ী টাকা চায়, বলে, "টাকা... এক কোটি"! ঠিক এই সময়েই ওই ঘরে উপস্থিত আরেক আয়া জুনু ছুটে যায় করিনা আর সইফের ঘরে, তাঁদের খবর দিতে। সংগৃহীত ছবি।
advertisement
5/8
*জুনুর চেঁচামেচি শুনেই করিনা আর সইফ জেহ-র ঘরে আসেন। "সইফ স্যার আর করিনা ম্যাডাম এক দৌড়ে ঘরে ঢোকেন। লোকটাকে দেখে সইফ স্যার জানতে চান- কে তুমি, কী চাও"। সংগৃহীত ছবি।
advertisement
6/8
*ফিলিপ পুলিশকে জানিয়েছেন যে এর পরই ঘটনা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বুঝে ওই আততায়ী লাঠি আর ব্লেড নিয়ে সইফকে আক্রমণ করে।" সইফ স্যার কোনও মতে লোকটার হাত থেকে নিজেকে ছাড়ান, আমরা সবাই এক দৌড়ে ঘরের বাইরে এসে দরজা বন্ধ করে দিই"। সংগৃহীত ছবি।
advertisement
7/8
*"এরপর আমরা সবাই উপরের ঘরে ছুটে যাই। আমাদের গলা শুনে অন্য ঘুমন্ত স্টাফরাও এসে হাজির হয়। আমরা যখন ওই ঘরে যাই, গিয়ে দেখি দরজা খোলা। সারা বাড়ি লোকটাকে খুঁজি আমরা, কিন্তু ওকে কোথাও পাওয়া যায়নি"। সংগৃহীত ছবি।
advertisement
8/8
*"স্যার ঘাড়ের পিছন দিকে আঘাত পেয়েছেন, ডান কাঁধের কাছে, পিছনে বাঁ দিকে, বাঁ হাতের কবজি আর কনুইয়েও", সইফের ক্ষতের বিবরণও পুলিশকে বিশদে দিয়েছেন ফিলিপ। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Saif Ali Khan Attacked: 'জেহ বাবাকে কোলে তুলে নিতে...', আততায়ী জেহ-র বিছানার পাশে! রাতের ন্যানির বয়ান প্রকাশ্যে, জানলে শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নামবে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল