Valentine's Day: প্রেম দিবসে প্রেমে ডুবে যান! সঙ্গীর সঙ্গে দেখে নিন 'এই' ছবিগুলি, রইল তালিকা
- Published by:Anulekha Kar
Last Updated:
চারিদিকে প্রেমের মরশুম। প্রেম দিবসের দিনেই ফের মুক্তি পেতে চলেছে আপনার পছন্দের কিছু ছবি।
advertisement
1/5

চারিদিকে প্রেমের মরশুম। প্রেম দিবসের দিনেই মুক্তি পেতে চলেছে আপনার পছন্দের কিছু ছবি। আসুন জেনে নিন ভ্যালেন্টাইনস ডে তে মুক্তি পাওয়া প্রেমের ছবির সেই তালিকা।
advertisement
2/5
সিনেমা হলে ফিরছে জেমস ক্যামেরনের 'টাইটানিক'। ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। জ্যাক-রোজের প্রেম আজও মন ছুঁয়ে যায় দর্শকদের।
advertisement
3/5
২০০৭ সালে মুক্তি পায় শাহিদ ও করিনা কাপুর অভিনিত 'জব উই মেট'। আজও দর্শদের কাছে জনপ্রিয় গীত ও আদিত্যের প্রেম। এই বছর ভ্যালেন্টাইনস ডে তে একবার পুরোনো এই ছবিতে চোখ বুলিয়ে নিতে পারেন।
advertisement
4/5
পিভিআরে দেখা যাবে 'তামাশা'। ২০১৫ সালে দীপিকা রণবীরের এই যুগলবন্দি মন কেড়েছিল দর্শকদের। আজ আবার প্রেক্ষাগৃহে দেখা যাবে এই ছবি।
advertisement
5/5
শাহরুখ-কাজলের 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' আজও দর্শকদের কাছে ততটাই প্রিয়। সর্ষে ক্ষেতে দুই প্রেমিকের আলিঙ্গন দেখে আজও আপ্লুত হয়ে যান দর্শকরা। এই ভ্যালেন্টাইনস ডে-তে ফের একবার দেখতে পারেন এই ছবি।