Satish Kaushik: কর্মসূত্রে আরব সাগরের তীরে! সুযোগ পেলেই শিকড়ের টানে গ্রামে ছুটে যেতেন সতীশ কৌশিক
- Published by:Sanchari Kar
Last Updated:
Satish Kaushik: সতীশের শিকড় ছিল হরিয়ানার গ্রামে। তাই সুযোগ পেলেই সেখানে বারবার ছুটে যেতেন সতীশ কৌশিক। ১৯৫৬ সালে হরিয়ানার মহেন্দ্রগড় জেলায় জন্ম অভিনেতা।
advertisement
1/6

কর্মসূত্রে জীবনের অনেকটাই কেটেছে আরব সাগরের তীরে। মুম্বইয়ে। কিন্তু তাঁর শিকড় ছিল হরিয়ানার গ্রামে। তাই সুযোগ পেলেই সেখানে বারবার ছুটে যেতেন সতীশ কৌশিক। ১৯৫৬ সালে হরিয়ানার মহেন্দ্রগড় জেলায় জন্ম অভিনেতা।
advertisement
2/6
বাবা বনওয়ারিলাল এবং পরিবারের বাকিদের সান্নিধ্য়ে বেড়ে উঠেছিলেন অভিনেতা। এর পর ন্য়াশনাল স্কুল অব ড্রামা এবং ফিল্ম অ্য়ান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে অভিনয়ের তালিম নেন সতীশ।
advertisement
3/6
সতীশের দুই দাদা ব্রহ্ম প্রকাশ কৌশিক এবং অশোক কুমার। তাঁর তিন বোন সরস্বতী দেবী, শকুন্তলা দেবী এবং সবিতা দেবী।
advertisement
4/6
চাকরি সূত্রে দিল্লিতে থাকতেন সতীশের বাবা বনওয়ারিলাল। কয়েক বছর পর হ্য়ারিসন কোম্পানির এজেন্সির মালিকানা পান তিনি। নিজের গ্রাম ছেড়ে বাবার সঙ্গে দিল্লি চলে এসেছিলেন সতীশ। সেখানকার স্কুলেই পড়াশোনা করতেন তিনি।
advertisement
5/6
শহরে থাকলেও সতীশের মন পড়ে থাকত গ্রামেই। সুযোগ পেলেই সেখানে ছুটে যেতেন তিনি। গরমের ছুটিতে গ্রামে যেতেন অভিনেতা। সময় কাটাতেন পরিবারের সঙ্গে। গ্রামের নানা সামাজিক কর্মকাণ্ডে অংশও নিতেন অভিনেতা।
advertisement
6/6
৬৬ বছর বয়সেই গোটা বলিউডকে কাঁদিয়ে চলে গেলেন সতীশ কৌশিক। দিল্লির গুরুগ্রামে গিয়েছিলেন একটি কাজে। সেখানেই হার্ট অ্যাটাক হয় তাঁর। হাসপাতাল নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় সতীশের।