Sunidhi Chauhan Life Story: বাড়ির অমতে বিয়ে করেই বিচ্ছেদ! ফের বন্ধুর সঙ্গে সংসার, সুনিধির জীবন যেন সিনেমা!
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Sunidhi Chauhan Life Story: পেশাগত দিকে একাধিক সাফল্য থাকলেও সুনিধির ব্যক্তিজীবন মোটেই খুব মসৃণ নয়। এক সময়ে নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে গায়িকাকে।
advertisement
1/7

গায়িকা হিসেবে তিনি কতটা সফল, তা আর নতুন করে বলে দিতে হবে না। তিন দশকেরও বেশি সময় ধরে গানের জগতে নিজের জায়গা ধরে রেখেছেন সুনিধি চৌহান। তাঁর ঝুলি এসে পড়েছে একের পর এক সফল গান।
advertisement
2/7
পেশাগত দিকে একাধিক সাফল্য থাকলেও সুনিধির ব্যক্তিজীবন মোটেই খুব মসৃণ নয়। এক সময়ে নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে গায়িকাকে। ২০০২ সালে মাত্র ১৮ বছরে কোরিওগ্রাফার ববি খানকে ভালবেসে বিয়ে করেন সুনিধি। বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার আহমেদ খানের ভাই ববি।
advertisement
3/7
'পেহলা নাশা' নামে একটি মিউজিক ভিডিওয় কাজ করতে গিয়ে দু'জনের দেখা। সেই সাক্ষাৎ থেকেই প্রেম। এর পরেই একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। সবার অগোচরে চুপিচুপি বিয়ে করে সুনিধি এবং ববি।
advertisement
4/7
সুনিধির সঙ্গে ববির সম্পর্ক মেনে নিতে পারেননি গায়িকার মা-বাবা। কারণ ববিকে তাঁদের সুনিধির 'যোগ্য' বলে মনে হয়নি। এর ফলে সুনিধির সঙ্গে তাঁর মা-বাবার দূরত্ব তৈরি হয়। কিন্তু ববির সঙ্গেও তাঁর সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি।
advertisement
5/7
বিয়ের এক বছরের মাথায় সুনিধি এবং ববি আলাদা হয়ে যান। এর পরেই ফের সুনিধির মা-বাবার সঙ্গে তাঁর সম্পর্ক জোড়া লাগে। স্বামীর সঙ্গে আলাদা হওয়ার অভিনেতা অন্নু কাপুর এবং তাঁর স্ত্রী অরুণিতার সঙ্গে ছিলেন সুনিধি। তখনই তিনি বিচ্ছেদের মামলা করেন।
advertisement
6/7
এর পর ফের প্রেম আসে সুনিধির জীবনে। সঙ্গীত পরিচালক হিতেশ সোনিকের প্রেমে পড়েন তিনি। সুনিধি যখন 'মেরি আওয়াজ শুনো' জিতেছিলেন, তখন থেকেই হিতেশের সঙ্গে তাঁর বন্ধুত্ব। দু'বছর সম্পর্কে থাকার পর হিতেশকে বিয়ে করেন সুনিধি।
advertisement
7/7
২০১৮ সালে পুত্রসন্তানের জন্ম দেন সুনিধি। আপাতত স্বামী এবং ছেলে তেঘকে নিয়ে সাজানো সংসার তাঁর।