Shahrukh Khan: এই ছবিতে সই না করলে ডুবে যেত শাহরুখের কেরিয়ার! বাদশাহর জীবনের এই গোপন তথ্য জানেন না অনেকেই
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
এই ছবিতে সই না করলে ডুবে যেত শাহরুখের কেরিয়ার! বাদশাহর জীবনের এই গোপন তথ্য জানেন না অনেকেই
advertisement
1/5

গত ৩ দশক ধরে একটানা বলিউডে টানা বিরাজ করছেন বলিউডের বাদশাহ শারুখ খান। আজও তাঁর জন্মদিনে নজর কাড়া ভিড় জমে যায় তাঁর বাড়ি মন্নতের সামনে। তবে জানলে অবাক হবেন যে একটি সিদ্ধান্ত না বদলালে হয়তো এতোটা সাফল্য পেতেনই না বলিউডের বাদশাহ।
advertisement
2/5
'জিরো' ছবির পর ৪ বছরের বিরতি নেন বাদশাহ। পরে 'পাঠান'-এর হাত ধরে ফের বড় পর্দায় ফিরে আসেন তিনি এবং পাঠানে শাহরুখের নতুন লুক দেখে নজর ফেরাতে পারেননি দর্শকরা। বক্স অফিসে বিপুল জনপ্রিয়তা পেয়েছে এই ছবি। শুধু তাই নয়, 'পাঠান' আয়ও করেছে প্রচুর। বক্স অফিসের বড় বড় রেকর্ড ভেঙে দিয়েছে এই ছবি।
advertisement
3/5
শাহরুখের প্রথম ছবি 'দিওয়ানা'র মাধ্যমেই সাফল্যের সিঁড়িতে উঠেছেন বলিউঠের বাদশাহ। তবে সামান্য একটা ভুলের জন্য তাঁর হাত ছাড়া হয়ে যাচ্ছিল এই ছবি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, প্রযোজকরা 'দিওয়ানা' ছবির প্রস্তাব নিয়ে শাহরুখের কাছে গেলে শাহরুখ প্রথমে ছবিটি করতে রাজি হননি।
advertisement
4/5
যদিও পরে প্রযোজকের অনুরোধে শাহরুখ এই ছবিতে কাজ করতে রাজি হন। আসলে শাহরুখ যখন এই ছবির অফার পেয়েছিলেন, ততক্ষণে তিনি 'দিল আশনা হ্যায়', 'রাজু বান গেই জেন্টলম্যান', 'চমৎকার', 'কিং আঙ্কেল' এবং 'কভি হাঁ কভি না' সহ ৫ ছবিতে চুক্তিবদ্ধ ছিলেন।
advertisement
5/5
এই পাঁচ ছবির আগেই মুক্তি পায় 'দিওয়ানা'। এই হিট ছবি দিয়েই বলিউডে ডেবিউ করেন কিং খান। শাহরুখ যদি এই ছবিতে কাজ না করতেন তবে তাঁর কেরিয়ার শুরু হয়ে যেত একটানা ফ্লপ ছবি দিয়ে, কারণ 'রাজু বন গয়া জেন্টলম্যান' বাদ দিয়ে অন্য চারটি ছবি '' বক্স অফিসে ফ্লপ করে।