Bollywood News: ২৭০০ কোটি টাকার মালকিন বলিউডের টপ নায়িকা, একের পর এক হিট ছবি, কিন্তু পকেটে কানাকড়িও ছিল না বাড়িভাড়া দেওয়ার জন্য, নাম জানলে চমকে যাবেন
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
হিন্দি সিনেমায় বিভিন্ন নায়ক, নায়িকাদের অনেক সংঘর্ষের কাহিনী আলোচনার বিষয়। শূন্য থেকে কোটি টাকার মালিক হওয়ার গল্প বলিউডের অনেক অভিনেতা, অভিনেত্রীদের জীবনেই ঘটেছে। এমনই এক অভিনেত্রীর গল্প আজ জানাব যার এক সময় অন্ন সংস্থানেরও অবস্থা ছিল না
advertisement
1/5

হিন্দি সিনেমায় বিভিন্ন নায়ক, নায়িকাদের অনেক সংঘর্ষের কাহিনী আলোচনার বিষয়। শূন্য থেকে কোটি টাকার মালিক হওয়ার গল্প বলিউডের অনেক অভিনেতা, অভিনেত্রীদের জীবনেই ঘটেছে। এমনই এক অভিনেত্রীর গল্প আজ জানাব যার এক সময় অন্ন সংস্থানেরও অবস্থা ছিল না। প্রতীকী ছবি।
advertisement
2/5
নিজের ৬৫ বছরের জীবনে ৯০ টিরও বেশি চলচ্চিত্রে কাজ করেছেন শর্মিলা ঠাকুর। নানা সময় বহু বড় বড় তারকার সঙ্গে কাজ করেছেন তিনি। মূলত, রাজেশ খন্নার সঙ্গে অনবদ্য কেমিস্ট্রির জন্যই তাঁকে দর্শকরা মনে রেখেছেন। প্রতীকী ছবি।
advertisement
3/5
শর্মিলার জীবনে চলচ্চিত্রে হাতেখড়ি ১৩ বছর বয়স থেকে। 'আরাধনা', 'অমর প্রেম', 'দাগ', 'অনুপমা', 'অ্যান ইভনিং ইন প্যারিস', 'ছুপকে ছুপকে'-সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন। প্রতিটি সিনেমাই ব্লকবাস্টার হয়। এই সব চলচ্চিত্রের হাত ধরেই তিনি এক অন্য উচ্চতায় পৌঁছান। প্রতীকী ছবি।
advertisement
4/5
এই সমস্ত চলচ্চিত্রে কাজ করার পর থেকেই শর্মিলা ঠাকুর বলিউডে সবথেকে বেশি অর্থপ্রাপাক অভিনেত্রী হিসাবে বিবেচিত হন। গত বছর একটি ইন্টারভিউতে তিনি জানান, এক সময় বাড়ি ভাড়া মেটানোর জন্যও তাঁকে সিনেমায় অভিনয় করতে হয়। প্রতীকী ছবি
advertisement
5/5
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই সময় শর্মিলা ঠাকুরের মোট সম্পত্তির পরিমাণ ২৭০০ কোটি টাকা। ১৯৬৮ সালে বিখ্যাত ক্রিকেটার মনসুর আলি খান পটৌডিকে বিয়ে করেন। এখন এই প্রবাদপ্রতিম নায়িকার বয়স ৭৯ বছর। তবে নিজের সৌন্দর্য এখনও ধরে রেখেছেন এই নায়িকা। প্রতীকী ছবি