KL Rahul-Athiya Shetty wedding: ছাদনাতলায় চার হাত এক...! সাতপাকে বাঁধা পড়লেন কেএল রাহুল-আথিয়া শেট্টি! মিষ্টি বিলি করে বাবা সুনীলের বিরাট ঘোষণা!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
KL Rahul & Athiya Shetty Wedding: রাহুল, আথিয়ার বিয়ের পরই সংবাদমাধ্যমের সামনে আসেন কনের বাবা সুনীল শেট্টি এবং ভাই আহান শেট্টি। রাহুল, আথিয়ার বিয়েতে পাপারাৎজি যেভাবে সাহায্য করেছেন, তার জন্য ধন্যবাদ জানান সুনীল শেট্টি।
advertisement
1/7

কে এল রাহুল এবং আথিয়া শেট্টি অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন। রাহুল, আথিয়ার বিয়ের পরই সংবাদমাধ্যমের সামনে আসেন কনের বাবা সুনীল শেট্টি এবং ভাই আহান শেট্টি। রাহুল, আথিয়ার বিয়েতে পাপারাৎজি যেভাবে সাহায্য করেছেন, তার জন্য ধন্যবাদ জানান সুনীল শেট্টি।
advertisement
2/7
বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সাতপাক ঘোরাও সম্পন্ন রাহুল, আথিয়ার। পারিবারিক এবং অত্যন্ত ঘনিষ্ঠদের নিয়েই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন বলে জানান সুনীল শেট্টি।
advertisement
3/7
আথিয়া শেট্টির বিয়ের পর ভাই আহান শেট্টিকে দেখা যায় সংবাদমাধ্যমের কর্মীদের হাতে মিষ্টি তুলে দিতে।
advertisement
4/7
পরনে বেউজ রঙের ধুতি-পাঞ্জাবি। সোমবার বিকেলে খন্ডালার ফার্মহাউজ-এ হয় বিয়ের অনুষ্ঠান সবরকম নিয়ম মেনেই।
advertisement
5/7
মেয়ের বিয়ের জন্য দক্ষিণী স্টাইলে সেজেছিলেন সুনীল।উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে হাসিমুখে বিয়ের কথা ঘোষণা করলেন। সঙ্গে ছিলেন সুনীলের ছেলে আহান শেট্টি।
advertisement
6/7
আথিয়ার বিয়ে উপলক্ষে পাপ্পারাজিদের জন্য দুপুরে যেমন মধ্যাহ্নভোজের ব্যবস্থা করেছিলেন, তেমনই বিকেলে বিয়ে সম্পন্ন হওয়ার পর মিষ্টিও বিতরণ করলেন সুনীল শেট্টি।
advertisement
7/7
নবদম্পতি আথিয়া-রাহুলকে শুভেচ্ছা জানান সঞ্জয় দত্ত, এষা দেওল-,সহ বলিপাড়ার অনেকেই। বিগত ৩ বছর ধরেই প্রেম করছেন রাহুল-আথিয়া। এবার সেই সম্পর্ক ছাদনাতলায় পরিণতি পেল।