KL Rahul Wedding: অনেক তো হল প্রেম প্রেম খেলা, এবার সোজা ছাদনাতলা, রাহুল -আথিয়ার বিয়ে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
KL Rahul and Athiya Shetty Wedding: কেএল রাহুল ও আথিয়া শেট্টির বিয়ের লেটেস্ট আপডেট, কতদূর এগোল বিয়ের প্রস্তুতি...
advertisement
1/6

ভারতীয় ক্রিকেটে ফের এক উঠতি সুপারস্টারের বিয়ে হবে এই বছরেই৷ দীর্ঘদিনের গার্লফ্রেন্ড আথিয়া শেট্টিকেই বিয়ে করে ফেলবেন৷ আর এই অভিনেত্রী ও ক্রিকেটারের বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গেছে৷ Photo- Instagram
advertisement
2/6
ক্রিকেট জগতের তারকার সঙ্গে বিনোদন জগতের তারকার বিয়ে নতুন নয়। সব থেকে বড় উদাহরণ বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। এবার ফের একবার এই দুই জগতের মেলবন্ধন ঘটতে চলেছে। পাত্র কেএল রাহুল। পাত্রী আথিয়া শেট্টি। photo source Instagram
advertisement
3/6
বহুদিন ধরেই আথিয়া ও কেএল রাহুলের প্রেম নিয়ে চর্চা ছিল বলি টাউনে। photo source Instagram
advertisement
4/6
মাঝে মধ্যেই এই জুটিকে দেখা যায় নানা জয়াগায় হাতে হাত রেখে যেতে। সুনীল শেট্টির মেয়ে আথিয়া। অন্যদিকে ক্রিকেট তারকা কেএল রাহুল। photo source Instagram
advertisement
5/6
এবার শুরু হয়েছে এই দুই জুটির বিয়ে নিয়ে গুঞ্জন। কবে বসতে চলেছেন তাঁরা বিয়ের পিঁড়িতে? photo source Instagram
advertisement
6/6
বলিউড সূত্রের খবর ২০২২-এর ডিসেম্বরেই বিয়ে করবেন এই জুটি। জম জমাট সাউথ ইন্ডিয়ান বিয়ে দেখার জন্য অপেক্ষায় বলিউড। বিয়ের তারিখ ঘোষণা করবেন সুনীল শেট্টি নিজেই। photo source Instagram