Antara Mitra Marriage: আর গোপন করলেন না, এবার নিজের বিয়ের ছবি নিজেই সকলের সামনে তুলে ধরলেন অন্তরা মিত্র! গায়িকার বিয়ের ক্যামেরাবন্দি সব মুহূর্ত দেখে নিন
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
শাহরুখ-কাজলের ছবি দিলওয়ালের গান গেরুয়া এবং বাংলায় দেবের ছবি খাদানে কিশোরী কিশোরী গানটি অন্তরার গাওয়া৷ এই দু’টোই সুপারডুপার হিট৷
advertisement
1/7

আর রাখঢাক নয়, এবার নিজের বিয়ের ছবি নিজেই পোস্ট করলেন গায়িকা অন্তরা মিত্র৷
advertisement
2/7
লিখলেন Me and Saurya ❤️ From Here to wherever life takes us … “Together “ is the only promise .We are Married ❤️৷ অর্থাৎ আমি এবং শৌর্য, এখান থেকে শুরু করলাম, এবার যেমন জীবন অতিবাহিত হবে...শুধুমাত্র একসঙ্গে থাকার প্রতিশ্রুতি নিলাম৷ আমরা বিবাহিত৷
advertisement
3/7
মঙ্গলবার, থেকেই শুরু হয়েছিল অনুষ্ঠান৷ সেদিন ছিল আইবুড়োভাত৷ বাইপাস সংলগ্ন এক বিলাসবহুল হোটেলে বসেছে বিয়ের আসর।
advertisement
4/7
শুধুমাত্র পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা এই বিয়েতে উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে৷ কারণ তিনি চান না, তাঁর বিয়ে নিয়ে বেশি আলোচনা হোক৷ তাই এতটা গোপনীয়তা বজায় রাখছেন অন্তরা৷
advertisement
5/7
পাত্রীর স্বামী সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত নন৷ অন্য পেশার মানুষ৷ নাম শৌর্য, সম্ভবত তিনি তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত৷ থাকেন বেঙ্গালুরুতে। বেশ কিছু দিন প্রেমপর্বের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
advertisement
6/7
অন্তরা মসলন্দপুরের বাসিন্দা৷ ইন্ডিয়ান আইডল রিয়ালিটি শোয়ে অংশ নেন তিনি৷ যদিও তিনি জয়ী হননি৷ এরপর থেকেই পাকাপাকি ভাবে শুরু হয় তাঁর সঙ্গীতচর্চা৷ বলিউড এবং টলিউডে গান করেন তিনি৷ শাহরুখ-কাজলের ছবিতে গেরুয়া গান হোক বা টলিউডে দেবের ছবিতে কিশোরী গানটি তাঁর গলায়৷
advertisement
7/7
আপাতত তিনি ‘সা রে গা মা পা’র বিচারকের আসনে বসেছেন৷ গুঞ্জন, বিয়ের পরপরই মধুচন্দ্রিমার জন্য কোথাও যাবেন গায়িকা৷ তারপর ফিরে এসে হবে রিসেপশন৷ এসব মিটিয়ে তিনি ফের ফিরবেন তাঁর কাজে৷