TRENDING:

Kiku Sharda Parents Death: দু’মাসে দু’টি মৃত্যু! মা-বাবাকে হারালেন বলি তারকা, কিকু লিখলেন, ‘তোমরা একসঙ্গেই আছো’

Last Updated:
Kiku Sharda Parents Death: ইনস্টাগ্রামে মা এবং বাবার ছবি পোস্ট করে দীর্ঘ পোস্ট লিখলেন কিকু। মাকে উদ্দেশ্য করে কিকু লিখলেন, ‘মা, তোমার কথা খুব মনে পড়ছে। এই জীবনটা তোমায় ছাড়া কোনওদিন কল্পনা করিনি।’
advertisement
1/7
দু’মাসে দু’টি মৃত্যু! মা-বাবাকে হারালেন তারকা, কিকু লিখলেন, ‘তোমরা একসঙ্গেই আছো’
শোকস্তব্ধ কিকু শারদা। গত দু’মাসে মা এবং বাবাকে হারালেন কৌতুকাভিনেতা। দ্য কপিল শর্মা শো-এর তারকা কিকু খুব বেশি নিজের ব্যক্তিগত জীবন থেকে পর্দা সরাতে চাইতেন না, কিন্তু মা-বাবাকে হারিয়ে আবেগ ধরে রাখতে পারলেন না।
advertisement
2/7
ইনস্টাগ্রামে মা এবং বাবার ছবি পোস্ট করে দীর্ঘ পোস্ট লিখলেন কিকু। মাকে উদ্দেশ্য করে কিকু লিখলেন, ‘মা, তোমার কথা খুব মনে পড়ছে। এই জীবনটা তোমায় ছাড়া কোনওদিন কল্পনা করিনি। এখন আমার টিভি শো-গুলির সম্পর্কে ভালমন্দ কে বিচার করবে?’
advertisement
3/7
‘আমি কোথায় ভুল, কোথায় ঠিক, সেটা কে বলে দেবে? আরও কত কী শোনার ছিল, আরও কত কী বলার ছিল। কত কী জিজ্ঞাসা করার ছিল। এখন আর কাকে করব?’
advertisement
4/7
দীর্ঘ পোস্টে এরপর বাবাকে উদ্দেশ্য করে কিকুর লেখা, ‘বাবা, তোমাকে সবসময়ে খুব শক্ত দেখেছি। জীবনটাকে পুরোপুরি উপভোগ করতে দেখেছি তোমায়। পজিটিভি মানে আমার কাছে তুমিই।’
advertisement
5/7
‘জীবনের খারাপ সময়ের মধ্যেও তুমি ভাল দিকটা খুঁজে বার করতে। অনেক শিখেছি তোমার থেকে। আরও অনেক কিছু শেখা বাকি ছিল।’
advertisement
6/7
মা ও বাবার প্রতি কিকুর ক্ষোভ, ‘বড় তাড়াতাড়ি চলে গেলে তোমরা। আর একটু থেকে যেতে, কত কথা বাকি ছিল। তোমরা চিরকাল একসঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলে একে অপরকে, এখন একসঙ্গেই আছো তোমরা। মিস করছি তোমাদের।’
advertisement
7/7
‘দ্য কপিল শর্মা শো’ ছাড়াও কিকু ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কমেডি শো’, ‘এফআইআর’, ‘ভিকি অ্যান্ড বেতাল’-র মতো একাধিক শো-তে কাজ করেছেন। এছাড়া বড়পর্দায় ‘আংরেজি মিডিয়াম’, ‘জওয়ানি জানেমান’, ‘থ্যাঙ্ক গড’, ‘লাভ খিচড়ি’-র মতো ছবিতে অভিনয় করেছেন কিকু।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Kiku Sharda Parents Death: দু’মাসে দু’টি মৃত্যু! মা-বাবাকে হারালেন বলি তারকা, কিকু লিখলেন, ‘তোমরা একসঙ্গেই আছো’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল