খাবারের স্টল বসবে ফোর্ট জুড়ে, থাকবে মরুভূমি ঘুরে দেখার সুযোগ! সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের খরচ শুনলে বিশ্বাস হবে না
- Published by:Rachana Majumder
Last Updated:
কেবল বিয়ে দেখে, খাওয়াদাওয়া করে বাড়ি ফিরে যাবেন না কেউই। হবু দম্পতি অতিথিদের জন্য মজাদার কার্যকলাপের বন্দোবস্ত করেছেন। থাকবে মরুভূমি ঘুরে দেখার সুযোগ। সাফারি করতে পারবেন অতিথিরা। রাজস্থানি খাবারের স্টল বসবে ফোর্টজুড়ে।
advertisement
1/8

জয়সলমীরের সূর্যগড় হোটেলে গাঁটছড়া বাঁধতে চলেছেন ‘শেরশাহ’ জুটি সিদ্ধার্থ মলহোদ্রা এবং কিয়ারা আদবাণী।
advertisement
2/8
শেরশাহ জুটির বিবাহ অনুষ্ঠান শুরুও হয়ে গিয়েছে৷
advertisement
3/8
ছয় তারিখে সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা৷
advertisement
4/8
৬ ফেব্রুয়ারি বিয়ের আসর বসবে রাজস্থানের জয়সলমীরে। সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণীর বিয়ে বলে কথা। ভিক্যাটের পর ডেস্টিনেশন ওয়েডিংয়ের রাজকীয়তার আরও এক নজির গড়বে এই দুই বলি তারকার বিয়ে।
advertisement
5/8
কেবল ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবার, আত্মীয়সজনের উপস্থিতিতেই বিয়ে করবেন ‘শেরশাহ’-র নায়ক-নায়িকা। সম্পূর্ণ পঞ্জাবি রীতিতে বিয়ে হবে। ৬ তারিখ সাতপাক ঘুরবেন বলি তারকা জুটি। কিন্তু তার আগে ৪ এবং ৫ তারিখও মহা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। (ছবি: সূর্যগড় প্যালেসের ফেসবুক পেজ থেকে)
advertisement
6/8
সূর্যগড় প্যালেসের ফেসবুক পেজ থেকে যা ছবি পাওয়া গিয়েছে, তাতে এ কথা স্পষ্ট, এই বিয়ে বলিউডের অন্যতম খরচসাপেক্ষ বিয়েগুলির মধ্যে একটা। আগামী ৪ থেকে ১১ তারিখ পর্যন্ত এই হোটেলের ঘর খালি পাওয়া যাচ্ছে না। অর্থাৎ অতিথিরা অনেক দিন পর্যন্ত থাকবেন।
advertisement
7/8
৮৩টি হোটেল ঘর রয়েছে এই প্যালেসে। সব থেকে কম দামের ঘরের দামও প্রায় আকাশছোঁয়া। সপ্তাহের মাঝে এক রাতের জন্য ২৩ হাজার টাকা। সপ্তাহান্তে সেটিই ৩৬ হাজার টাকা। সবথেকে বেশি দামের ঘরের ভাড়া ৭৬ হাজার। ১৩৫০ বর্গফুটের ঘর একেকটি।
advertisement
8/8
কেবল বিয়ে দেখে, খাওয়াদাওয়া করে বাড়ি ফিরে যাবেন না কেউই। হবু দম্পতি অতিথিদের জন্য মজাদার কার্যকলাপের বন্দোবস্ত করেছেন। থাকবে মরুভূমি ঘুরে দেখার সুযোগ। সাফারি করতে পারবেন অতিথিরা। রাজস্থানি খাবারের স্টল বসবে ফোর্টজুড়ে।