TRENDING:

Khancha: ৬ ফেব্রুয়ারি শুভমুক্তি, অ্যাকশন-থ্রিলারে পর্দা কাঁপাবেন ‘সিনেবাপ’ মৃন্ময়, তার আগে হয়ে গেল ‘খাঁচা’-র মিউজিক লঞ্চ

Last Updated:
Khancha Movie Music Launch: অনেকেই বলেন চলচ্চিত্রও ঠিক সাহিত্যের মতো সমাজের দর্পণ। ৬ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় থাকা খাঁচা নামের ছবি সেই কথা সত্যি প্রমাণ করে দিয়েছে। সম্প্রতি হয়ে গেল ছবির মিউজিক লঞ্চ ৷
advertisement
1/14
অ্যাকশন-থ্রিলারে পর্দা কাঁপাবেন ‘সিনেবাপ’ মৃন্ময়, তার আগে হয়ে গেল ‘খাঁচা’-র মিউজিক লঞ্চ
অনেকেই বলেন চলচ্চিত্রও ঠিক সাহিত্যের মতো সমাজের দর্পণ। ৬ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় থাকা খাঁচা নামের ছবি সেই কথা সত্যি প্রমাণ করে দিয়েছে। সম্প্রতি হয়ে গেল ছবির মিউজিক লঞ্চ ৷
advertisement
2/14
ছবির কেন্দ্রে রয়েছে টিয়াবন নামের এক আপাতশান্ত গ্রাম। সেখানেই চলে নারীপাচারচক্র। এই চক্রের হোতা বিশ্বম্ভর দাস ওরফে মামা, সঙ্গে সক্রিয় ভূমিকা রয়েছে তার প্রথম পক্ষের স্ত্রী মীনাক্ষীরও, সবাই যাকে মামি বলে ডাকে। ওই গ্রামেরই ছেলে কমলেশের দিদিকে তুলে নিয়ে গিয়েছিল তারা। মা প্রতিবাদ করতে গিয়ে হারিয়ে যান। শুরু হয় অপরাধের বিরুদ্ধে কমলেশের লড়াই।
advertisement
3/14
ড. প্রবীর ভৌমিকের প্রযোজনা সংস্থা স্বভূমি এন্টারটেনমেন্টের ছবির সবচেয়ে বড় চমক কমলেশের চরিত্রাভিনেতা, জনপ্রিয় এই ইউটিউবারকে সবাই চেনেন ‘সিনেবাপ’ নামে। সেই মৃণ্ময় এবার আসছেন বড়পর্দায়, স্বাভাবিকভাবেই তিনি উচ্ছ্বসিত।
advertisement
4/14
‘‘হিরো হওয়ার ইচ্ছা আমার বহু বছরের। এক দশকের উপরে অভিজ্ঞতা…২০১২ থেকে মিডিয়াতে কাজ শুরু করেছি, প্রথমে রিয়েলিটি শো, তারপর ইউটিউব। কিন্তু তারও আগে থেকে আমার স্বপ্ন হিরো হওয়ার। কিন্তু মেনস্ট্রিম কমার্শিয়াল সিনেমায় হিরো হওয়া মুখের কথা নয়। তার জন্য সঠিক প্রিপারেশন, সঠিক মানুষদের সান্নিধ্যে আসা আর সঠিক সময়টা খুব দরকার। ইউটিউবটা আমার প্যাশন এবং প্রফেশন, কিন্তু হিরো হওয়াটা আমার অ্যাম্বিশন। এটা ২০২৬-এ ফুলফিল হতে যাচ্ছে ৷’’, বলছেন মৃণ্ময়।
advertisement
5/14
খাঁচায় নানা চরিত্রে অভিনয় করেছেন রজতাভ দত্ত, মীর, কাঞ্চনা মৈত্র প্রমুখ স্বনামধন্য অভিনেতা, অভিনেত্রীরা। আরও বিভিন্ন চরিত্রে রয়েছেন কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়, শ্রুতি মিত্র, পূজা চট্টোপাধ্যায়, পূজা সরকার, সোনালী চৌধুরী, অলোক সান্যাল প্রমুখ ৷ ‘ও অভাগী’ ছবির সূত্রে এর আগে জাতীয় পুরষ্কার পেয়েছিলেন অনির্বাণ চক্রবর্তী, খাঁচা তাঁর দ্বিতীয় ছবি।
advertisement
6/14
‘‘নতুন বছরে প্রথম বাণিজ্যিক সিনেমার প্রত্যাবর্তন ৷ এই বিষয়টা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। আমি পেশায় চিকিৎসক, কিন্তু সিনেমার জগতের সঙ্গে এক দশকের উপরে আবেগের সঙ্গে যুক্ত। গত বছর ছবিটির প্রথম ঝলক প্রকাশ করার উপলক্ষে দারুণ সমর্থনের জন্যে অসংখ্য ধন্যবাদ। জাতীয় স্তরে বিভিন্ন পুরস্কার প্রাপ্ত, দর্শক সমাদৃত, রাফায়ত রশীদ মিথিলা অভিনীত … ‘ও অভাগী’ ছবির সফল যাত্রাপথের পর, ও পরিচালক শেখর দাশের ছবি ‘পাগলা ঘোড়া’-র প্রযোজনা করার পরে- স্বভূমী এন্টারটেনমেন্ট থেকে আমাদের আগামী নিবেদন, অনির্বাণ চক্রবর্তী পরিচালিত – ‘খাঁচা’।’’, বলছেন প্রযোজক প্রবীর ভৌমিক।
advertisement
7/14
প্রত্যুষা পাল
advertisement
8/14
রাপূর্ণা ও বিপাশা
advertisement
9/14
কাঞ্চনা মৈত্র
advertisement
10/14
সঙ্গীত পরিচালক মৌসুমী চট্টোপাধ্যায়ের কথা, ‘‘এই ছবির সঙ্গে আমার যাত্রাটা সত্যিই অসাধারণ। এখন ট্রেলারটা দেখলে মনে হয়, আমি শুধু সঙ্গীত তৈরি করিনি—আমি যেন ছবিটার ভেতর দিয়েই হেঁটে গেছি। এই টিমের সঙ্গে আগেও আমার কাজ করার অভিজ্ঞতা আছে। প্রযোজক ড. প্রবীর ভৌমিক ও পরিচালক অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে এর আগে ‘ও অভাগী’ ছবিতে সঙ্গীত পরিচালকের দায়িত্ব পালন করেছি। সেই ছবির অনেক সঙ্গীতশিল্পীর বন্ধুই আবার একত্রিত হয়ে ‘খাঁচা’ ছবিতে কাজ করেছেন, যা অভিজ্ঞতাটাকে আরও বিশেষ করে তুলেছে। আমি দর্শকদের অনুরোধ করব, সিনেমা হলে এসে ছবিটা দেখুন এবং গানগুলো মন দিয়ে শুনুন। গানগুলো আলাদাভাবেও উপভোগ করা যায়, তবে ছবির প্রেক্ষাপট ও গল্পের সঙ্গে মিশে গেলে সেগুলো অনেক বেশি গভীর হয়ে ওঠে। যদি একটি গান বা সুরও কারও নিজের জীবনের কোনো অনুভূতিকে স্পর্শ করতে পারে, তাহলেই আমি মনে করব আমার কাজ সার্থক হয়েছে।’’
advertisement
11/14
অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়
advertisement
12/14
অঙ্কিতা
advertisement
13/14
অমিত চট্টোপাধ্যায়
advertisement
14/14
কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর/ছবি/বিনোদন/
Khancha: ৬ ফেব্রুয়ারি শুভমুক্তি, অ্যাকশন-থ্রিলারে পর্দা কাঁপাবেন ‘সিনেবাপ’ মৃন্ময়, তার আগে হয়ে গেল ‘খাঁচা’-র মিউজিক লঞ্চ
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল