TRENDING:

Dev: শিলিগুড়িতে ভক্তদের উদ্দেশ্যে যা করলেন দেব! নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না

Last Updated:
Dev: ক্রিসমাসের ভক্তদের বড় উপহার দিতে চলেছে দেব। আগামী 20 ডিসেম্বর মুক্তি পেতে চলেছে খাদান। তার প্রচারেই শিলিগুড়িতে এসেছিলেন দেব।
advertisement
1/6
শিলিগুড়িতে ভক্তদের উদ্দেশ্যে যা করলেন দেব! নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না
একদিকে বড়দিনের উৎসব অন্যদিকে টলিউডের সুপারস্টার দেবের জন্মদিন ৷ তারমধ্যেই মুক্তি পাচ্ছে সুজিত দত্ত (রিনো) পরিচালিত 'খাদান' ৷ ফলে উৎসবের আমেজ দ্বিগুণ থেকে বেড়ে তিনগুণ হয়ে গিয়েছে ৷
advertisement
2/6
২০ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাচ্ছে দেব ও যিশু সেনগুপ্ত, ইধিকা পাল, বরখা বিশ্ত অভিনীত 'খাদান' ৷ তার আগে বাংলা জুড়ে ছবির প্রচার করছে দেব ৷ 'খাদান' টিম পৌঁছে গিয়েছিল শিলিগুড়িতে ৷ দেব শিলিগুড়িতে আসছেন জেনে দুপুর থেকেই শপিংমল চত্বরে ভিড় জমতে থাকে ভক্তদের।
advertisement
3/6
দীর্ঘ প্রতীক্ষার পর সন্ধ্যায় দেবের দেখা পান ভক্তরা। ভিড় দেখে ভক্তদের উদ্দেশ্যে দেব বলেন 'ছবির প্রচারে এত জায়গায় গিয়েছি কিন্তু শিলিগুড়ির মত ভক্তদের উন্মাদনা কোথাও দেখিনি।'
advertisement
4/6
ভক্তদের আবদার মেটাতে সেলফি থেকে অটোগ্রাফার দেন তিনি ফ্যানদের মাঝে যাওয়ার চেষ্টাও করেন কিন্তু ভিড়ের জন্য যেতে পারেননি। মঞ্চে দাঁড়িয়েই ফ্লাইং ক্লিস ছুড়ে দেন ভক্তদের উদ্দেশ্যে।
advertisement
5/6
বহু বছর পর আবার এই সিনেমায় দেবকে দেখা যাবে পুরনো অবতারে তাই প্রচারে শুরু থেকে শেষ পর্যন্ত নিজের একের পর এক বাণিজ্যিক ছবির গান ও নাচ করতে দেখা গিয়েছে তাকে।
advertisement
6/6
মূলত কয়লা খাদানের দুই বন্ধুর ঘটনার অবলম্বনে এই সিনেমার তৈরি হয়েছে এবং বাংলায় এই সর্বপ্রথম কয়লা খাদান নিয় কোন ছবি তৈরি হয়েছে বলে জানিয়েছেন টিম খাদান।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Dev: শিলিগুড়িতে ভক্তদের উদ্দেশ্যে যা করলেন দেব! নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল