TRENDING:

Kaushik-Trina: তবে কি আসছে 'খড়কুটো ২'? কৌশিক-তৃণার পোস্ট ঘিরে জল্পনা

Last Updated:
আবার ফিরছে গুনগুন এবং সৌজন্য। কৌশিক রায় এবং তৃণা সাহার পোস্ট ঘিরে জল্পনা।
advertisement
1/5
তবে কি আসছে 'খড়কুটো ২'? কৌশিক-তৃণার পোস্ট ঘিরে জল্পনা
আবার ফিরছে গুনগুন এবং সৌজন্য। কৌশিক রায় এবং তৃণা সাহার পোস্ট ঘিরে জল্পনা। মুখোপাধ্যায় বাড়ির শান্ত স্বভাবের ছেলে সৌজন্য। তার জীবনে দমকা হাওয়ার মতো এসে পড়ে গুনগুন। সৌজন্যের চরিত্রে দেখা গিয়েছিল কৌশিক রায়কে। গুনগুন চরিত্রে ছিলেন তৃণা সাহা।
advertisement
2/5
দুটো বিপরীত মেরুর মানুষের ভালবাসার গল্প নিয়ে শুরু হয় এই মেগা। গুনগুনের পাগলামি আর সৌজন্য গাম্ভীর্য, তাদের রসায়ন কিছুদিনের মধ্যেই দর্শকদের মন জয় করে নেয়।
advertisement
3/5
তারপর আবার এই জুটিকে লীনা গঙ্গোপাধ্যায়ের ‘বালিঝড়’ সিরিয়ালে দেখা যায়। তবে তা তেমন ভাবে সাড়া ফেলতে পারেনি। টিআরপি তালিকায় ভাল ফল করতে না পারায় কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়েছিল মেগা।
advertisement
4/5
তবে তৃণা আর কৌশিক এক হলেও ‘খড়কুটো’র কথা সবার মনে আসে। কৌশিক ইনস্টাগ্রামে তৃণার সঙ্গে একটি ছবি পোস্ট করেন। সেখানে ক্যাপশনে লেখেন 'বাবিন-গুনগুন আসছে, পুজোয় অন্য রকম কিছু আসতে চলেছে।'
advertisement
5/5
তাঁদের ছবি দেখে এক অনুরাগী প্রশ্ন করেন তবে কি খড়কুটো ২ আসছে? আর সবটা মিলিয়ে আবারও তৃণা-কৌশিক খড়কুটো ২-এর জল্পনাকে আরও উস্কে দেন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Kaushik-Trina: তবে কি আসছে 'খড়কুটো ২'? কৌশিক-তৃণার পোস্ট ঘিরে জল্পনা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল