Palan Bengali Film: মৃণাল সেনকে শ্রদ্ধার্ঘ্য, মৃণালের খারিজের চরিত্ররা ফিরছে কৌশিকের পালান-এ
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে মুক্তি পাবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালিত নতুন ছবি 'পালান'।
advertisement
1/6

আগামী বছর মৃণাল সেনের জন্মের ১০০ বছর৷ মৃণাল সেনের জন্মের সার্ধশতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানাতে ছবি তৈরি করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়৷ এবার সেই ছবির প্রথম লুক এল সামনে৷ নিজেই প্রকাশ করলেন পরিচালক৷ আগে অবশ্য এ বিষয় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন মৃণাল-পুত্র কুণাল সেন।
advertisement
2/6
কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালিত নতুন ছবির নাম 'পালান'। ১৯৮২ সালে মুক্তি পেয়েছিল মৃণাল সেন পরিচালিত ছবি 'খারিজ'। সেই ছবির একাধিক চরিত্রকেই নতুন মোড়কে ফিরিয়ে আনতে চলেছেন কৌশিক।
advertisement
3/6
পোস্টারও তৈরি হয়েছে 'খারিজ' ছবির আদলে। কৌশিকের 'পালান'-এ অভিনয় করবেন অঞ্জন দত্ত, শ্রীলা মজুমদার ও মমতা শঙ্কর। রয়েছেন যীশু সেনগুপ্ত ও পাওলি দাম।
advertisement
4/6
১৯৮২ সালে মুক্তি পাওয়া মৃণাল সেনের 'খারিজ' ছবিতে 'হরি'-র ভূমিকায় দেখা যাবে দেবপ্রীতম দাশগুপ্তকে।
advertisement
5/6
ছবিটির প্রযোজনা করছে 'প্রমোদ ফিল্মস অ্যান্ড বিগ ডে' প্রযোজনা সংস্থা।
advertisement
6/6
কলকাতার একটি বাড়িতে বাস করা বিভিন্ন চরিত্রদের নিয়ে খারিজ ছবিটি তৈরি করেছিলেন পরিচালক মৃণাল সেন। তাঁর জন্ম শতবার্ষিকীতে 'পালান' ছবির মধ্যে দিয়ে সেই একই চরিত্রদের ফিরিয়ে আনছেন কৌশিক। আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে মুক্তি পাবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালিত নতুন ছবি 'পালান'।