Kaushik Ganguly-Churni Ganguly Marriage Anniversary: একসঙ্গে পড়তে গিয়ে চূর্ণীর প্রেমের পড়েন, নাছোড়বান্দা প্রেমিক ছিলেন কৌশিক, বিবাববার্ষিকীতে পুরনো প্রেমের গল্প সকলের সঙ্গে ভাগ করলেন বিশিষ্ট পরিচালক
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
যে সময় কৌশিক-চূর্ণীর বিয়ে হয়, তখন কেউই ফিল্ম জগতের সঙ্গে যুক্ত ছিলেন না৷ বিয়ের সময় কৌশিক গঙ্গোপাধ্যায় শিক্ষকতা করতেন৷ চূর্ণী সবে স্নাতোকত্তর পাশ করেছিলেন৷
advertisement
1/10

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দু’জনেই একসঙ্গে পড়তেন৷ কৌশিক গঙ্গোপাধ্যায় ও চূর্ণী গঙ্গোপাধ্যায়৷ সেখানেই চূর্ণীর প্রেমে পড়েন কৌশিক গঙ্গোপাধ্যায়৷ তবে প্রথমে কৌশিককে খুব বেশি পাত্তা দিতেন না চূর্ণী৷
advertisement
2/10
কিন্তু কৌশিক গঙ্গোপাধ্যায় ছিলেন একেবারে নাছোড়বান্দা প্রেমিক৷ তিনিও হাল ছাড়েননি৷ তিনি নাকি চূর্ণীকে বলেছিলেন যে তাঁকেই বিয়ে করবেন! নিজেই এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছিলেন কৌশিক ঘরণী চূর্ণী৷
advertisement
3/10
কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি বিসর্জনে এক বিশেষ চরিত্র ছিল গণশ মণ্ডল৷ ছবিতে জয়া এহসানের প্রেমে হাবুডুবু খেত এই গণেশ৷ এই চরিত্রে অভিনয় করেছিলেন কৌশিক নিজেই৷ প্রেমের ব্যাপারে খুবই জেদি এবং নাছোড়বান্দা ছিল এই গণেশ৷ বাস্তব জীবেন কৌশিকও নাকি এমন প্রেমিক৷ এভাবেই কৌশিকের তৈরি চরিত্রের সঙ্গে তাঁকে তুলনা করেন স্ত্রী চূর্ণী!
advertisement
4/10
গত বছরই তাঁদের বিবাহিত জীবনের ৩০ বছর পার হয়েছে৷ দু’জনেই খুব সৃজনশীল৷ একে অপরের প্রতি গভীর ভালবাসা ও শ্রদ্ধা রয়েছে৷ যা তাঁদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট থেকেই স্পষ্ট৷
advertisement
5/10
এবছর স্ত্রী চূর্ণীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাতে গিয়ে কৌশিক গঙ্গোপাধ্যায় লিখেছেন যে, "যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শুরু হওয়া এই বিয়ের কোর্সটা আজীবনের।এই দুই ছাত্র-ছাত্রীর কারোরই এই লেখাপড়াটা ছাড়ার ইচ্ছে নেই। এতে পড়ানো হয় বন্ধুতা, সমবেদনা, সততা, নম্রতা, সহনশীলতা, আবেগ, ক্ষমা , আদরের মত আরো অনেক অনেক চ্যাপ্টার! অদ্ভুত এক বই যার কোনো আকার নেই, পেজ নাম্বার নেই! একটা পাতা থেকে যেন শয় শয় পাতা খুলে খুলে বের হয়ে আসছে।শুরুতে ৫ বছর ধরে চলেছিলো অ্যাডমিশন টেস্ট তারপর বহু প্রচেষ্টা ও পরিশ্রমের পর আমরা ১৯৯৩ সালে জয়েন করেছিলাম এই ১৬ই জানুয়ারীতে, সন্ধ্যাবেলায় থিয়েটার রোডে চূর্ণীর বাড়ীতে।বেশ সেজেগুজে গিয়েছিলাম, পৌঁছে দেখি ওর বাড়ীর গেটে লেখা ‘চূর্ণীর বিয়ে’! সেই ফুলের গেটটা আমার জীবন বিলকুল বদলে দিলো! সত্যি বলছি আজ উজানকে নিয়ে যে পৃথিবী ঈশ্বর আমাদের উপহার দিয়েছেন তার জন্য আমরা চিরকৃতজ্ঞ!পাশাপাশি আপনাদের ভালোবাসা, আদর, উৎসাহ আমাদের পারিবারকে সমৃদ্ধ করছে প্রতিদিন। তাই আমাদের বিবাহবার্ষিকীতে সবাইকে আমাদের তরফ থেকে শ্রদ্ধা, আদর ও প্রণাম"
advertisement
6/10
যে সময় কৌশিক-চূর্ণীর বিয়ে হয়, তখন কেউই ফিল্ম জগতের সঙ্গে যুক্ত ছিলেন না৷ বিয়ের সময় কৌশিক গঙ্গোপাধ্যায় শিক্ষকতা করতেন৷ চূর্ণী সবে স্নাতোকত্তর পাশ করেছিলেন৷
advertisement
7/10
তবে তাঁদের চোখে ছিল বিশাল স্বপ্ন৷ তা ঘর বাঁধার তো বটেই সঙ্গে নিজেদের প্রতিষ্ঠা করার৷
advertisement
8/10
এরপর ধীরে ধীরে টেলিভিশনে কাজ শুরু করেন চূর্ণী৷ কৌশিকও পরিচালনার কাজ শুরু করেন৷ এখন তাঁরা বাংলা ছবির জগতে খুবই পরিচিত জুটি৷ কৌশিক-চূর্ণী দু’জনেই অভিনেতা এবং পরিচালক হিসেবে স্বনামধন্য৷
advertisement
9/10
কৌশিক-চূর্ণী দু’জনেই অভিনেতা এবং পরিচালক হিসেবে স্বনামধন্য৷
advertisement
10/10
কাজের পাশাপাশি নিজেদের সংসারও খুব সুন্দর করে সাজিয়েছেন কৌশিক-চূর্ণী৷ তাঁর সন্তান উজান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন৷ একই সঙ্গে তিনি ছবিতেও অভিনয় করছেন৷