TRENDING:

Kaushik-Churni: আজ ওঁরা বিখ্যাত, তবে লড়াই করতে দেখেছি অনেকটা, বাবা-মায়ের বিয়ে দেখল লক্ষ্মীছেলে

Last Updated:
Kaushik-Churni: চূর্ণী লিখলেন, '৩০ বছর আগে এক অজানা জীবনের প্রতি নিজেকে উৎসর্গ করা। সে তখন স্কুল শিক্ষক, আমি স্নাতকোত্তর পড়াশোনা শেষ করেছি। সঙ্গে এল একটা বাড়ি, চলচ্চিত্রের আঙিনায় অনিশ্চিত জীবন এবং একটা ছোট্ট প্রাণ, উজান।'
advertisement
1/7
আজ ওঁরা বিখ্যাত, তবে লড়াই করতে দেখেছি অনেকটা, বাবা-মায়ের বিয়ে দেখল লক্ষ্মীছেলে
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাঁচ দেওয়ালের ভিতরে পথচলা শুরু। এখনও বাকি অনেকটা রাস্তা। তবে চারহাত এক হওয়ার যাত্রা আজকের তারিখেই শুরু হয়েছিল ঠিক ৩০ বছর আগে। আজ কলেজের সেই দুই বন্ধুর সংসার জীবনের ৩০ বছর পূর্ণ। কৌশিক গঙ্গোপাধ্যায় এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়।
advertisement
2/7
সোশ্যাল মিডিয়া জুড়ে আজ তাঁদের প্রেম গাথা। লিখলেন সেই দুই আর তাঁদের 'লক্ষ্মীছেলে' উজান গঙ্গোপাধ্যায়। বিবাহবার্ষিকীর আগের রাতে বন্ধুরা মিলে দুই শিল্পীর ৩০ বছরের যাত্রা উদযাপন করলেন। আবারও মালাবদল করলেন কৌশিক-চূর্ণী। কাটলেন কেক।
advertisement
3/7
বাবা-মায়ের বিয়ের সময়ে উপস্থিত না থাকার অভিমান থাকে অনেক শিশুর। সেই অভিমানে আজ ইতি। ছেলে সামনে দাঁড়িয়ে বিয়ে দেখলেন বাবা-মায়ের। সেই প্রসঙ্গেই নিউজ18 বাংলাকে উজান বললেন, "সবের উর্ধে এই দু'টি মানুষ আসলে ভীষণ ভাল বন্ধু। নতুন করে যোগ দিয়েছি আমি।"
advertisement
4/7
উজানের কথায়, "বাবা-মায়ের বিয়ে কেবল আমার জীবনের অর্থ নয়। ওঁদের বিয়ে মানে দু'জনকে বন্ধুকে পাওয়া। যে দুই বন্ধুর সঙ্গে একত্রবাস এবং একে অপরকে বোঝাপড়া। তাঁরা যেমন একে অপরকে খুঁজে পেয়েছেন, আমিও তাঁদের খুঁজে পেয়েছি বন্ধু হিসেবে। বাবা-মা, সন্তানের থেকেও বেশি বন্ধুত্বের বাঁধন রয়েছে এখানে। আর এটাই আমার পাওনা।"
advertisement
5/7
আর সেই তিনটি জীবন একসঙ্গে থাকতে থাকতে আর পাঁচটা পরিবারের মতোই হোঁচট খেয়েছে। কিন্তু সেই হোঁচটগুলিকেও নিজেরা আপন করে নিয়েছেন প্রতিবার। উজানের কথায়, "নিজেদের ভুল ত্রুটিগুলোর সঙ্গেও বোঝাপড়া হয়ে গিয়েছে আমাদের। আর সেখানে কোনও খামতি নেই এই তিন জনের।"
advertisement
6/7
উজান যখন অক্সফোর্ডে পড়াশোনা করতেন, সেই সময়ে কৌশিক-চূর্ণী ছেলের কাছে গিয়ে মাঝে মাঝে থেকেছেন। কিন্তু প্রথম বার ছেলের একটা ঘরের সংসারে যাওয়ার পর তাঁদের চোখে যে অভিব্যক্তি ধরা পড়েছিল, উজানের কাছে চিরকাল বিশেষ মুহূর্ত। বাবা-মায়ের সবথেকে সুন্দর মুহূর্তের কথা বললে এই দিনটির কথাই তাঁর মনে পড়ে যায়।
advertisement
7/7
৩০ বছরের বিবাহবার্ষিকী উদযাপনে কৌশিক তাঁর এবং চূর্ণীর দুই বয়সের ছবি দিয়ে লিখলেন, 'যজ্ঞ থেকে যোগ্য হয়ে ওঠার ৩০ বছর পূর্ণ হল আজ।' চূর্ণীও তাঁদের বিয়ের ছবি দিয়ে লিখলেন, '৩০ বছর আগে এক অজানা জীবনের প্রতি নিজেকে উৎসর্গ করা। সে তখন স্কুল শিক্ষক, আমি স্নাতকোত্তর পড়াশোনা শেষ করেছি। এরই সঙ্গে এল একটা বাড়ি, চলচ্চিত্রের আঙিনায় অনিশ্চিত জীবন এবং একটা ছোট্ট প্রাণ, উজান।'
বাংলা খবর/ছবি/বিনোদন/
Kaushik-Churni: আজ ওঁরা বিখ্যাত, তবে লড়াই করতে দেখেছি অনেকটা, বাবা-মায়ের বিয়ে দেখল লক্ষ্মীছেলে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল