Adrit-Kaushambi Wedding: বিয়ের গুঞ্জনের মাঝেই নতুন বছরের শুরুতে বিরাট চমক দিলেন আদৃত-কৌশাম্বি! তোলপাড় নেটপাড়া
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
বিয়ের গুঞ্জনের মাঝেই নতুন বছরের শুরু দিন আবার একসঙ্গে ছবি তুলে পোস্ট করলেন আদৃত-কৌশাম্বি। মধ্যরাতের সেলিব্রেশনে পাশাপাশি ছিলেন তাঁরা।
advertisement
1/6

টলিপাড়ায় কানপাতলেই এখন বিয়ের সানাই। কিছুদিন আগেই সাতপাকে বাঁধা পড়েছেন সৌরভ-দর্শনা। এবার গুঞ্জন শোনা যাচ্ছিল আদৃত রায় ও কৌশাম্বি চক্রবর্তী নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? শুরু হয়েছিল জোর চর্চা।
advertisement
2/6
এই বিষয়ের সত্যতা যাচাইয়ের জন্য নিউজ ১৮ বাংলা ডটকম কৌশাম্বির সঙ্গে যোগাযোগ করলে অভিনেত্রী জানান জানুয়ারীতে বিয়ের পিঁড়িতে বসছেন না তাঁরা।
advertisement
3/6
তাঁদের বিয়ের বিষয়টা আদতে কতটা সত্যি জানতে চাওয়া হলে, নিউজ ১৮ বাংলা ডটকমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কৌশাম্বি বলেন, " সত্যি হলে আমরাই জানাতাম। যখন যেটা হবে তখন সেটা হবে এগুলো পুরোটাই ভুয়ো খবর।"
advertisement
4/6
‘মিঠাই’ ধারাবাহিকে আদৃতের দিদির চরিত্রে দেখা গিয়েছিল কৌশাম্বিকে। সেখান থেকেই আলাপ দু’জনের। তারপর নাকি বন্ধুত্ব, পরিশেষে প্রেম।
advertisement
5/6
আর এই বিয়ের গুঞ্জনের মাঝেই নতুন বছরের শুরু দিন আবার একসঙ্গে ছবি তুলে পোস্ট করলেন আদৃত-কৌশাম্বি। মধ্যরাতের সেলিব্রেশনে পাশাপাশি ছিলেন তাঁরা। অভিনেত্রী নিজে এই ছবি স্যোশাল মিডিয়ায় ভাগ করে নেন।
advertisement
6/6
ছবিতে কালো টি-শার্টের উপর শার্ট পরেছিলেন আদৃত, সঙ্গে ঘন নীল ডেনিম। অন্যদিকে, কৌশাম্বির পরনে ছিল ডেনিম স্কার্টের সঙ্গে সাদা রঙা সোয়েটার। ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন ‘হ্যাপি নিউ ইয়ার’।