Katrina Kaif Vicky Kaushal wedding : পাহাড়, সমুদ্র নাকি জঙ্গল? ক্যাটরিনা-ভিকি হানিমুনে কোথায় যাবেন
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Katrina Kaif Vicky Kaushal wedding : রাজস্থানের রনথম্বোরে সিক্স সেনসেস ফোর্ট বারওয়ারা রিসর্টে বসছে রাজকীয় বিয়ের আসর। তবে বিয়ের মাঝেই এবার প্রশ্ন উঠছে মধুচন্দ্রিমায় কোথায় যাবেন ক্যাটরিনা ও ভিকি?
advertisement
1/7

আর মাত্র কিছুক্ষণ। তার পরেই শুরু হবে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের সঙ্গীত ও মেহেন্দি অনুষ্ঠান (Katrina Kaif Vicky Kaushal wedding)। এই গ্র্যান্ড ওয়েডিং নিয়ে এই মুহূর্তে আলোচনা তুঙ্গে। বিয়ের ব্যাপারে নিজেরা একটিও মন্তব্য যদিও করেননি তারকা জুটি। রাজস্থানের রনথম্বোরে সিক্স সেনসেস ফোর্ট বারওয়ারা রিসর্টে বসছে রাজকীয় বিয়ের আসর। তবে বিয়ের মাঝেই এবার প্রশ্ন উঠছে মধুচন্দ্রিমায় কোথায় যাবেন ক্যাটরিনা ও ভিকি?
advertisement
2/7
তবে এখনও সবই জল্পনা। তারকা জুটি নিজে কিছুই বলেননি। আজ ৬ ডিসেম্বর রাজস্থানের রাজকীয় রিসর্টে পৌঁছচ্ছেন দুই পক্ষ। একটি ককটেল পার্টির আয়োজন হয়েছে বলে জানা যাচ্ছে।
advertisement
3/7
কাল থেকে শুরু সঙ্গীত ও মেহেন্দির অনুষ্ঠান। ৯ ডিসেম্বর চারহাত এক হওয়ার পালা। বিবার মুম্বইয়ে ভিকি কৌশলের বাড়িতে পৌঁছন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও তাঁর পরিবার।এতদিন মুখে কুলুপ এঁটে থাকলেও গতকাল পাপারাজ্জিদের ক্যামেরার সামনে হাসিমুখেই ধরা দেন ক্যাটরিনা (Katrina Kaif Vicky Kaushal wedding)।
advertisement
4/7
পাপারাজ্জিদের এড়াতে জয়পুর পৌঁছনোর পরে, সেখান থেকে একটি হেলিকপ্টার তাঁদের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসর্টে নিয়ে যাবে।
advertisement
5/7
বর কনে দুজনেই সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাক পরবেন বলেও জানা যাচ্ছে। তবে শুধু সব্যসাচী নন। তাঁদের তালিকায় রয়েছে আরও বেশ কয়েকজন ডিজাইনারের নাম। সঙ্গীতে মণীশ মালহোত্রার ডিজাইন করা লেহেঙ্গা পরবেন ক্যাটরিনা।
advertisement
6/7
মেহেন্দিতে ক্যাটরিনা পরবেন আবু জানির ডিজাইন করা পোশাক। অন্যদিকে ভিকি কৌশল মেহেন্দি ও সঙ্গীতে পরবেন কুণাল রাওয়াল ও রাঘবেন্দ্র রাঠৌরের ডিজাইন করা পোশাক।
advertisement
7/7
শোনা যাচ্ছে মুম্বই ফেরার পরে বলিউডের তারকাদের জন্য ফের একটি রিসেপশন পার্টির আয়োজন করবেন দুই তারকা। উল্লেখ্য, বিয়ের পরে মুম্বইয়ের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকবেন তারকা জুটি।