TRENDING:

এক বলি-পরিচালকের বাড়িতেই প্রথম দেখা! ক্যাটরিনার সঙ্গে প্রেমের আখ্যান ফাঁস করলেন ভিকি

Last Updated:
Katrina Kaif-Vicky Kaushal- কফি উইথ করণ থেকেই এক প্রকার দুই জনের প্রেমের আখ্যান শুরু। কিন্তু তখনও সামনাসামনি তাঁদের দেখা হয়নি।
advertisement
1/6
এক পরিচালকের বাড়িতেই প্রথম দেখা!ক্যাটরিনার সঙ্গে প্রেমের আখ্যান ফাঁস করলেন ভিকি
এখন তাঁরা সুখে সংসার করছেন। কিন্তু ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়ানো মাত্রই অবাক হয়েছিলেন নেটিজেন। পাশাপাশি তারকা জুটিকে নবদম্পতির বেশে দেখার জন্যও তাঁরা অধীর অপেক্ষা করেছিলেন। করণ জোহরের শো কফি উইথ করণ থেকেই এক প্রকার দুই জনের প্রেমের আখ্যান শুরু। কিন্তু তখনও সামনাসামনি তাঁদের দেখা হয়নি।
advertisement
2/6
সম্প্রতি কফি উইথ করণ সিজন ৭-এ এসে ভিকি ফাঁস করলেন, ক্যাটরিনার সঙ্গে তাঁর প্রথম দেখা কোথায়। কফি উইখ করণ-এর সিজন ৬-তে এসে ক্যাটরিনা কাইফ বলেছিলেন এই প্রজন্মের অভিনেতাদের মধ্যে ভিকি কৌশলের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চান তিনি।
advertisement
3/6
এমনকী এও বলেন, তিনি মনে করেন ভিকি-র সঙ্গে অনস্ক্রিন তাঁকে মানাবে ভাল। সেই সিজনেরই পরের এপিসোডে ভিকিও কফি উইথ করণ-এ এসে বলেন, তাঁরও ক্যাটরিনার উপর ক্রাশ রয়েছে। এখান থেকেই গল্পের শুরু।
advertisement
4/6
এবারের এপিসোডে ভিকি বলেন, তিনি বেশ অবাক হয়েছিলেন তখন যে ক্যাটরিনার মতো জনপ্রিয় তারকা উঠতি অভিনেতার নাম জানেন। এর পরে ভিকি ও ক্যাটরিনার প্রথম দেখা হয় পরিচালক জোয়া আখতারের বাড়ির একটি পার্টিতে। তখনই প্রথম সৌজন্যের আলাপ হয় দুই তারকার। সেই সময়েও তাঁরা জানতেন না এই আলাপ বিয়ে ও সংসার পর্যন্ত এগোবে। করণ জোহরও সেই পার্টিতে উপস্থিত ছিলেন। তিনিও বুঝতে পারেননি, তাঁর শো থেকেই ভিকি ও ক্যাটরিনার প্রেমের আখ্যান শুরু হবে।
advertisement
5/6
সম্প্রতি হওয়া এপিসোডে করণ ভিকিকে জিজ্ঞাসা করেন, তিনি কি কখনও ভেবেছিলেন যে ক্যাটরিনা কাইফ তাঁর স্ত্রী হবেন? উত্তরে ভিকি বলেন, "না করণ একদম ভাবিনি। আসলে গত বার এই শো-তে যা হয়েছিল তাতে আমি অবাক হয়েছিলাম এটা জেনে যে ক্যাটরিনা কাইফ আমার সম্পর্কে জানেন।"
advertisement
6/6
ভিকি জানান, ক্যাটরিনাকে স্ত্রী হিসেবে পেয়ে তিনি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেন। তাঁর কথায়, "আমার নিজেকে সত্যিই সেটেলড মনে হয়। একজন সঙ্গী আছে এই অনুভূতিটাই দারুণ। ওর মধ্যে সেই সঙ্গীটাকে খুঁজে পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। ও খুব ভাল মনের মানুষ এবং আমার দেখা অন্যতম বুদ্ধিমান এবং সহানুভূতিশীল মানুষ।"
বাংলা খবর/ছবি/বিনোদন/
এক বলি-পরিচালকের বাড়িতেই প্রথম দেখা! ক্যাটরিনার সঙ্গে প্রেমের আখ্যান ফাঁস করলেন ভিকি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল