TRENDING:

Oscar Nominations: কাশ্মীর ফাইলস কোথায়! অস্কার থেকে ট্রোলড বিবেক, স্থান পেল কোন কোন ভারতীয় ছবি

Last Updated:
অস্কারে মনোনীত ভারতীয় ছবিগুলির তালিকা প্রকাশ পেতেই শুরু হয় ট্রোল। ট্যুইটারে বিবেকের উদ্দেশে অনেকেরই প্রশ্ন, 'আপনার 'কাশ্মীর ফাইলস' কোথায় গেল?'
advertisement
1/7
কাশ্মীর ফাইলস কোথায়! অস্কার থেকে ট্রোলড বিবেক, স্থান পেল কোন কোন ভারতীয় ছবি
অস্কারের দৌড়ে ফের সামিল বাংলা। গত বছর সুস্মিত ঘোষের পর এ বার শৌনক সেন। সেরা পূর্ণদৈর্ঘ্যের তথ্যচিত্রের বিভাগে মনোনীত বঙ্গতনয়ের 'অল দ্যাট ব্রিদস'।
advertisement
2/7
গোল্ডেন গ্লোবসের পর এ বারও সাফল্যের দৌড়ে সামিল এস এস রাজামৌলির 'আরআরআর'। সেরা গানের বিভাগে মনোনিত হয়ে ইতিহাস গড়ল ছবিটি।
advertisement
3/7
এখানেই শেষ নয়। অস্কারে স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্রের বিভাগে মনোনয়ন অর্জন করল 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'। অনাথ হাতির সঙ্গে তার পালকদের সম্পর্কের অটুট বন্ধন ঘিরেই আবর্তিত হয়েছে এই ছবির পটভূমি। ছবিটির পরিচালক ভারতের চিত্র সাংবাদিক এবং তথ্যচিত্র পরিচালক কার্তিকী গনসালভেস।
advertisement
4/7
অন্য দিকে তুমুল চর্চায় থাকা সত্ত্বেও ছিটকে গেল 'দ্য কাশ্মীর ফাইলস', 'কান্তারা', 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'র মতো ছবিগুলি। তালিকায় জায়গা পায়নি পান নলিনের গুজরাতি ছবি 'ছেলো শো'ও।
advertisement
5/7
এক দিকে যেমন নেটমাধ্যমে শুভেচ্ছাবার্তার বন্যা, অন্য দিকে ট্রোলের ঝড়। লড়াই থেকে ছিটকে গিয়েছে 'কাশ্মীর ফাইলস'। কাশ্মীরী পণ্ডিতদের নিধন নিয়ে তৈরি এই ছবি নিয়ে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর প্রত্যাশা ছিল আকাশছোঁয়া।
advertisement
6/7
অস্কারে মনোনীত ভারতীয় ছবিগুলির তালিকা প্রকাশ পেতেই শুরু হয় ট্রোল। ট্যুইটারে বিবেকের উদ্দেশে অনেকেরই প্রশ্ন, 'আপনার 'কাশ্মীর ফাইলস' কোথায় গেল?' কেউ আবার খোঁচা দিয়ে লেখেন, 'শুনেছিলাম 'কাশ্মীর ফাইলস' নাকি অস্কারে যাচ্ছে।'
advertisement
7/7
এমনই অসংখ্য তির্যক মন্তব্য ঘুরপাক খাচ্ছে নেটমাধ্যমে। তবে ছবির তারকারা এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Oscar Nominations: কাশ্মীর ফাইলস কোথায়! অস্কার থেকে ট্রোলড বিবেক, স্থান পেল কোন কোন ভারতীয় ছবি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল