সিঁথিতে মোটা করে সিঁদুর দিয়ে প্রথম করবা চৌথ ক্যাটরিনার, বলিউডে সাজো সাজো রব
- Published by:Raima Chakraborty
Last Updated:
চাঁদকে সাক্ষী রেখে ভিকি কৌশলের সঙ্গে সেজেগুজে দারুণ ছবি শেয়ার করেছেন ক্যাট সুন্দরী।
advertisement
1/11

বিয়ের পর প্রথমবার করবা চৌথ পালন করলেন ক্যাটরিনা কাইফ। চাঁদকে সাক্ষী রেখে ভিকি কৌশলের সঙ্গে সেজেগুজে দারুণ ছবি শেয়ার করেছেন ক্যাট সুন্দরী।
advertisement
2/11
সিঁথিতে মোটা করে সিঁদুর দিয়ে হাতে করবা চৌথের পুজোর থালা হাতে নিয়ে ছবি শেয়ার করেছেন ক্যাটরিনা।
advertisement
3/11
ভিকি কৌশল ও শ্বশুর-শাশুড়িকে নিয়ে সেজেগুজে ছবি তুলেছেন ক্যাটরিনা।
advertisement
4/11
লাল শাড়িতে সাবেকি সেজেছেন ক্যাটরিনা, ভিকির পরণে ঘিয়ে কুর্তা-পাজামা।
advertisement
5/11
বরুণ ধাওয়ানের সঙ্গে করবা চৌথের উপোস ভাঙছেন স্ত্রী নাতাশা দালাল।
advertisement
6/11
মৌনি রায় ও তাঁর স্বামী সূরজ নাম্বিয়ারের প্রথম করবা চৌথ।
advertisement
7/11
শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার করবা চৌথের ছবি।
advertisement
8/11
গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতার করবা চৌথের মুহূর্ত।
advertisement
9/11
ভাবনা ও চাঙ্কি পান্ডের করবা চৌথের সময়।
advertisement
10/11
ধনশ্রী চাহাল করবা চৌথ উপলক্ষে স্বামী যজুবেন্দ্র চাহালকে ভিডিও কল করছেন। এই মুহূর্তে যজুবেন্দ্র অস্ট্রেলিয়ায়।
advertisement
11/11
অনিল কাপুরের বাড়িতে স্ত্রী সুনীতার সঙ্গে রবিনা ট্যান্ডন, শিল্পা শেট্টি, মহিপ কাপুর ও নীলম কোঠারি রয়েছেন।