Karwa Chauth 2022 | Katrina-Vicky: 'চাঁদ নজর আয়া!' স্বামী ভিকির হাতে জল খেয়ে উপোস ভাঙেন ক্যাটরিনা! প্রথম করবা চৌথে ভি-ক্যাটের বিশেষ ছবি!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Karwa Chauth | Katrina-Vicky: 'চাঁদ নজর আয়া!' সারাদিন উপোস করে সব নিয়ম মেনে করবা চৌথ পালন করলেন ক্যাটরিনা! বিয়ের পর প্রথম করবা চৌথ। শ্বশুর-শাশুড়িকে সঙ্গে নিয়ে একেবারে ভারতীয় সাজে ক্যাট!
advertisement
1/5

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বলিউডের অন্যতম হট জুটি। ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজকীয় স্টাইলে বিয়ে করেন তাঁরা। (photo source Instagram)
advertisement
2/5
ক্যাটের থেকে ভিকি বয়সে অনেকটাই ছোট। কিন্তু ভালবাসার কোনও বয়স হয় না। আজ বিয়ের পর প্রথম করবা চৌথ ক্যাটরিনা ও ভিকি কৌশলের। (photo source Instagram)
advertisement
3/5
সারাদিন উপোস থেকে চাঁদ ওঠার অপেক্ষা করেছেন ক্যাটরিনা কাইফ। লাল শাড়িতে মোহময়ী দেখতে লাগছে তাঁকে। অফ হোয়াইট পাঞ্জাবীতে দারুণ হ্যান্ডসাম ভিকি। (photo source Instagram)
advertisement
4/5
চাঁদ ওঠার পর চাঁদের সঙ্গে স্বামী ভিকির মুখ দেখে, স্বামীর হাতে জল খেয়ে ভাঙেন করবা চৌথ।(photo source Instagram)
advertisement
5/5
তবে শুধু ভিকি, ক্যাটরিনা নয় এই দিন মুম্বইয়ের বাড়িতে উপস্থিত ছিলেন ক্যাটরিনার শ্বশুর-শাশুড়িও! (photo source Instagram)