TRENDING:

Somashri Bhattacharyya: বিয়ে করলেন 'রাসমণি'র সোমাশ্রী, লাল বেনারসিতে মধ্যরাতে সাতপাক, রইল অনুষ্ঠানের ছবি

Last Updated:
Somashri Bhattacharyya: জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রাণী রাসমণি’-র ‘প্রসন্নময়ী’ বধূবেশে দেখা দিলেন বাস্তবে। মঙ্গলবার মধ্য রাতে শুভলগ্নে সাতপাক ঘুরলেন ২৫ বছরের নায়িকা।
advertisement
1/6
বিয়ে করলেন 'রাসমণি'র সোমাশ্রী, লাল বেনারসিতে মধ্যরাতে সাতপাক, রইল অনুষ্ঠানের ছবি
বিয়ে হল সোমাশ্রী ভট্টাচার্যের। জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রাণী রাসমণি’-র ‘প্রসন্নময়ী’ বধূবেশে দেখা দিলেন বাস্তবে। মঙ্গলবার মধ্য রাতে শুভলগ্নে সাতপাক ঘুরলেন ২৫ বছরের নায়িকা। দুর্গাপুরে তাঁদের বাড়িতে বিয়ের মণ্ডপ বসে। গায়ে হলুদও হয়েছে মঙ্গলবার। বুধবার সন্ধ্যায় সদলবদলে বালিগঞ্জের শ্বশুরবাড়িতে পা রাখলেন কনে সোমাশ্রী।
advertisement
2/6
কলকাতায় হবে রিসেপশন। ১০ তারিখের সেই অনুষ্ঠানেই থাকবেন টেলিপাড়ার তারকারা। 'ইকির মিকির'-এর নায়িকা তাঁর স্বামী শুভময় মিত্রর সঙ্গে আপ্যায়ণ করবেন অতিথিদের। বিজ্ঞাপনে চাকরি করেন তিনি। একইসঙ্গে সঙ্গীতশিল্পীও শুভময়। প্রসন্নের সঙ্গে শুভময়ের আলাপ হয় ২০২০ সালে, নায়িকা রোশনি ভট্টাচার্যের জন্মদিনে। রোশনির স্বামী, তূর্জ সেনের ছোটবেলার বন্ধু শুভময়।
advertisement
3/6
গত অক্টোবর মাসে রেজিস্ট্রি হয়ে গিয়েছে পাত্র পাত্রীর। সেই থেকেই শুভময়ের বালিগঞ্জের বাড়িতে স্বামী এবং শাশুড়ির সঙ্গে থাকছেন সোমাশ্রী। আনুষ্ঠানিক বিয়ের আগে মা এবং দাদার কাছে দুর্গাপুরে চলে গিয়েছেন তিনি। এ বার আনুষ্ঠানিক ভাবে বধূর গৃহপ্রবেশ হল।
advertisement
4/6
নিউজ১৮ বাংলাকে রোশনি বললেন, ''আমরা একটু আগে ফিরলাম কলকাতায়। খুবই ক্লান্ত। কাল ভোর ৩টে নাগাদ বিয়ের লগ্ন সেরে বাসর রাত জাগা। আমি অবশ্য খুব রাজ জাগিনি। ৩টের পর হোটেলে চলে এসেছিলাম। কিন্তু সোমাশ্রী জেগেছিল। ফলে খুব ক্লান্ত ও।''
advertisement
5/6
মঙ্গলবার ভোরবেলা নান্নিমুখের সময়ে সাদা রঙের একটি লহেঙ্গা পরেছিলেন সোমাশ্রী। তার পরে সেটি পরেই বিয়োর আসরে পৌঁছন তিনি। সেখানে পোশাক বদলে লাল পেড়ে সবজেটে হলুদ রঙের একটি শাড়ি পরে গায়ে হলুদ সারেন নায়িকা।
advertisement
6/6
রাতে বিয়ের সময়ে লাল বেনারসি, লাল ওড়না এবং সোনার গয়নায় সেজেছিলেন প্রসন্নময়ী। আর বরের পরনে ছিল সাদা পাঞ্জাবী এবং লাল পেড়ে সাদা ধুতি। নতুন জীবনে পা দিলেন সোমাশ্রী-শুভময়। নায়িকার বন্ধুবান্ধবের পোস্ট করা ছবিতে ভরে উঠেছে তাঁর ইনস্টাগ্রাম স্টোরি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Somashri Bhattacharyya: বিয়ে করলেন 'রাসমণি'র সোমাশ্রী, লাল বেনারসিতে মধ্যরাতে সাতপাক, রইল অনুষ্ঠানের ছবি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল