Kartik-Ananya: অনন্যার ঠোঁটে কার্তিকের ঠোঁট... উষ্ণ আলিঙ্গন! সে ছবি শেয়ার করলেন করণ জোহর... ভাঙা প্রেম জোড়া লাগল ফের?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
অনন্যা পান্ডের সঙ্গে কার্তিক আরিয়ানএকটি রোমান্টিক কমেডি ছবির শুটিং করছেন। ছবিটির নাম ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি'।
advertisement
1/5

কার্তিক বলিউডে বেশ সুনাম অর্জন করেছে। সুভাষ ঘাই পরিচালিত ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাঞ্চি: দ্য আনব্রেকেবল’ ছবিতে পার্শ্বচরিত্র দিয়ে রুপোলি দুনিয়ার যাত্রা শুরু করেছিলেন তিনি।
advertisement
2/5
এদিকে চাঙ্কি কন্যা অনন্যা পান্ডে বলিউডের নতুন প্রজন্মের একজন অভিনেত্রী। একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি অক্ষয় কুমারের সঙ্গে তাঁর ‘কেসরি চ্যাপ্টার ২’ ছবিটি মুক্তি পেয়েছে।
advertisement
3/5
এই দুই নায়ক-নায়িকাকে নিয়ে বলিপাড়ায় জোর চর্চা। সম্প্রতি একটি ছবি ছড়িয়ে পড়েছে। অনন্যার ঠোঁটে কার্তিকের ঠোঁট... উষ্ণ আলিঙ্গন! সে ছবি শেয়ার করলেন করণ জোহর... ব্যাপারটা কী?
advertisement
4/5
অনন্যা পান্ডের সঙ্গে কার্তিক আরিয়ানএকটি রোমান্টিক কমেডি ছবির শুটিং করছেন।ছবিটির নাম ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি'।
advertisement
5/5
ছবিটি আগামী বছর ২০২৬ সালের ১৩ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা। সূত্রের খবর, এই ছবির জন্য কার্তিক ৫০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন।