TRENDING:

মাধুরীর সঙ্গে ছিল জোরদার প্রতিযোগিতা, বিবাহবিচ্ছেদের পর হয়েছিলেন ৮৭ কোটির মালকিন ! এদিকে প্রথম দর্শনেই এই অভিনেত্রীর মধ্যে থাকা সম্ভাবনা মেপে নিয়েছিলেন গোবিন্দাও

Last Updated:
আসলে রূপকথার মতো দাম্পত্যজীবন অনেকের কাছেই স্বপ্ন হয়ে থেকে যায়। ঠিক এমনটাই ঘটেছে বলিউডের খ্যাতনামা অভিনেত্রী কাপুর পরিবারের সন্তান করিশ্মা কাপুরের সঙ্গেও।
advertisement
1/5
মাধুরীর সঙ্গে ছিল জোরদার প্রতিযোগিতা, বিবাহবিচ্ছেদের পর হয়েছিলেন ৮৭ কোটির মালকিন !
এমনিতে নাচ, গান, সৌন্দর্যের জাদু, অভিনয় দক্ষতা আর হাসির মাধ্যমে ভক্তদের মনোরঞ্জন করে থাকেন রুপোলি পর্দার তারকারা। কিন্তু তাঁদের ব্যক্তিগত জীবন সব সময় রঙিন থাকে না। আসলে রূপকথার মতো দাম্পত্যজীবন অনেকের কাছেই স্বপ্ন হয়ে থেকে যায়। ঠিক এমনটাই ঘটেছে বলিউডের খ্যাতনামা অভিনেত্রী কাপুর পরিবারের সন্তান করিশ্মা কাপুরের সঙ্গেও। আলাদা করে বলে দিতে হয় না যে, অসাধারণ সৌন্দর্যের অধিকারিণী তিনি। শুধু তা-ই নয়, তুখোড় তাঁর অভিনয় দক্ষতাও।
advertisement
2/5
নব্বইয়ের দশকে রীতিমতো সকলের মনে জাদু ছড়িয়ে দিয়েছিলেন করিশ্মা। যদিও আজও তাঁর ভক্তের সংখ্যায় এতটুকু ঘাটতি পড়েনি। বি-টাউনের অন্যতম প্রভাবশালী পরিবারের কন্যা হওয়া সত্ত্বেও তাঁর বৈবাহিক জীবন একেবারেই রূপকথার মতো ছিল না। বলা ভাল যে, বলিউডি সিনেমাকে এক নতুন দিশা দিয়েছিলেন করিশ্মা। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক হিট ছবি। কাপুর পরিবারের জন্ম নেওয়া এই অভিনেত্রী পারিবারিক কারণেও প্রচুর খ্যাতি লাভ করেছিলেন। কিন্তু বিবাহবিচ্ছেদের পর থেকে হামেশাই খবরের শিরোনামে জায়গা করে নিতেন তিনি।
advertisement
3/5
সুন্দরী করিশ্মাকে বচ্চন পরিবারের বধূ বানানোর জন্য কথাও দিয়েছিলেন জয়া বচ্চন। একমাত্র পুত্র অভিষেকের সঙ্গে বিয়ে পাকা করেছিলেন। কিন্তু নিয়তি হয়তো অন্য কিছুই চেয়েছিল। বদলে গিয়েছিল করিশ্মার জীবন। ২০০৩ সালে ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী। ২০১৬ সালে অবশ্য তাঁদের পথ চিরতরে আলাদা হয়ে গিয়েছিল। প্রাক্তন এই দম্পতির দুই সন্তান - সামাইরা আর কিয়ান। তবে গত মাসে গলফ খেলতে গিয়ে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেত্রীর প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের।
advertisement
4/5
তবে তাঁদের বৈবাহিক জীবন খুব একটা মসৃণ ছিল না। একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়িও চলেছে। নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন সঞ্জয়। আবার এই সমস্ত অভিযোগকে একটা সময় গুজব বলে উড়িয়ে দিয়েছেন খোদ করিশ্মাও। তবে সঞ্জয়ের সঙ্গে বিচ্ছেদের পরে করিশ্মা তাঁর কাছ থেকে যে অঙ্কের খোরপোষ নিয়েছিলেন, সেটা সকলকে তাক লাগিয়ে দেবে। মুম্বইয়ের খারে অবস্থিত নিজের একটা বাড়ি করিশ্মাকে দিয়েছিলেন সঞ্জয়। এর পাশাপাশি সন্তানদের নামে ১৪ কোটি টাকার বন্ডও দিয়েছিলেন। যা থেকে মাসিক ১০ লক্ষ টাকা করে সুদ আসে। এর পাশাপাশি ৮৭ কোটি টাকা খোরপোষ এবং অভিনেত্রীর বিয়ের গহনাও সঞ্জয় দিয়েছিলেন করিশ্মাকে। 
advertisement
5/5
তবে বলে রাখা ভাল যে, ইন্ডাস্ট্রিতে খ্যাতির শিখরে পৌঁছে গিয়েছিলেন করিশ্মা। যশ চোপড়ার সুপারহিট ছবি দিল তো পাগল হ্যায়-এ দুর্ধর্ষ অভিনয় করেছিলেন তিনি। তবে সেই ছবিতে মাধুরী দীক্ষিতও ছিলেন। এই ছবিতে অভিনয়ের জন্য ফিল্ম ফেয়ার বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ডও জিতেছিলেন করিশ্মা। এর পাশাপাশি গোবিন্দার সঙ্গে একাধিক হিট ছবিতে কাজ করেছিলেন করিশ্মা। তাঁর কেরিয়ারের গোড়ার দিকে অবশ্য তৎকালীন সুপারস্টার গোবিন্দা একটা ভবিষ্যদ্বাণী করেছিলেন। যা পুরোপুরি ভাবে সঠিক বলে প্রমাণিত হয়েছে। গোবিন্দা ভবিষ্যদ্বাণী করে জানিয়েছিলেন যে, নব্বইয়ের দশকে করিশ্মা কাপুর সবথেকে বড় এবং প্রতিভাময়ী সুপারস্টারদের মধ্যে অন্যতম হয়ে উঠবেন। তিনি আরও বলেছিলেন, এই মেয়ে ভবিষ্যতের বড় তারকা হতে চলেছে। যা অক্ষরে অক্ষরে ফলে গিয়েছে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
মাধুরীর সঙ্গে ছিল জোরদার প্রতিযোগিতা, বিবাহবিচ্ছেদের পর হয়েছিলেন ৮৭ কোটির মালকিন ! এদিকে প্রথম দর্শনেই এই অভিনেত্রীর মধ্যে থাকা সম্ভাবনা মেপে নিয়েছিলেন গোবিন্দাও
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল