Shah Rukh Khan: সিনেমার নাম শুনেই শাহরুখের ছবিতে সপাট ‘না’! গোটা গল্পটা বললেন করণ জোহর
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
শাহরুখ খানের ছবিতে কাজ করা অনেকের কাছেই স্বপ্ন। বর্তমানে তাঁর অভিনীত 'জওয়ান' বক্স অফিসের নানা রেকর্ড ভেঙেছে। কিন্তু জানলে অবাক হবেন কেবল না পছন্দ না হওয়ার কারণে এক তারকা তাঁর ছবিতে কাজের অফার ফিরিয়ে দেন। পরে অবশ্য তা নিয়ে তিনি যথেষ্ট আক্ষেপ করেছিলেন।
advertisement
1/9

শাহরুখ খানের ছবিতে কাজ করা অনেকের কাছেই স্বপ্ন। বর্তমানে তাঁর অভিনীত 'জওয়ান' বক্স অফিসের নানা রেকর্ড ভেঙেছে। কিন্তু জানলে অবাক হবেন কেবল না পছন্দ না হওয়ার কারণে এক তারকা তাঁর ছবিতে কাজের অফার ফিরিয়ে দেন। পরে অবশ্য তা নিয়ে তিনি যথেষ্ট আক্ষেপ করেছিলেন।
advertisement
2/9
বলিউডে পরিচালনা হিসেবে করণ জোহরের হাতেখড়ি ‘কুছ কুছ হোতা হ্যায়’ দিয়ে। আর তাঁর প্রথম ছবির নায়ক হিসাবে তিনি বেছে নিয়েছিলেন শাহরুখকে। তবে তাঁর ছবির নাম শুনে পছন্দ হয়নি এক মহাতারকার।
advertisement
3/9
অক্টোবরেই ২৫ শে পা দেবে করণের প্রথম ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’। তৎকালীন সময়ের হিট সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’, এখনও বহু মানুষের নস্টালজিয়া। তবে এই সিনেমার সঙ্গে জড়িয়ে নানা কাহিনিও।
advertisement
4/9
আর সে রকমই একটি কাহিনী সম্প্রতি প্রকাশ্যে আনেন করণ। এক সাক্ষাৎকারে তিনি জানান প্রথম সারির গীতিকার হিসেবে জাভেদ আখতারের সঙ্গে তাঁর কাজ করার শখ ছিল বহু দিনের। তাই তাঁর প্রথম ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব তিনি জাভেদ আখতারের হাতেই তুলে দিতে চেয়েছিলেন।
advertisement
5/9
এই প্রস্তাব নিয়ে করণ জাভেদ আখতারের কাছে গেলে তিনি তা ফিরিয়ে দেন। কারণ হিসেবে তিনি জানান ছবির নাম তাঁর পছন্দ হয়নি। তাঁরও পরিচালকের সঙ্গে কাজ করার ইচ্ছে আছে, তবে তিনি এই ছবিতে কাজ করবেন না।
advertisement
6/9
জাভেদ আখতার ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর প্রস্তাব ফিরিয়ে দিলে যতীন-ললিত সে দায়িত্ব নেন। আর তারপর তো ইতিহাস।
advertisement
7/9
যশরাজ ফিল্মসের প্রযোজিত ‘কুছ কুছ হোতা হ্যায়’ ১৯৯৮ সালের ১৬ অক্টোবর মুক্তি পায়। বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয়।
advertisement
8/9
তবে শুধু সিনেমা নয়, গানগুলিও ভীষণ ভাবে হিট হয়। আর আজও সেই গানের নস্টালজিয়ায় মাতে প্রতিটি শাহরুখ ফ্যান।
advertisement
9/9
করন দাবি করেন, ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর সাফল্য দেখে জাভেদ আখতারের যথেষ্ঠ আফসোস হয়। তিনি করনকে ফোন করে অনুশোচনা প্রকাশ করেন।