Shah Rukh Khan-Karan Johar: প্রথম দেখাতেই শাহরুখের জামার বোতাম খুলতে বলেন করণ! তার পরেই একটা ফোন... কী ঘটে
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Shah Rukh Khan-Karan Johar: সে বহু বছর আগের কথা। তখনও ছবি তৈরির কথা ভাবতে পারেননি করণ। সদ্য কলেজ পাশ করা যুবকের তখন দু'চোখ ভরা স্বপ্ন। পরিচালক নয়, ফ্যাশন ডিজাইনার হতে চেয়েছিলেন তিনি। শাহরুখের সঙ্গে প্রথম সাক্ষাৎ করণের স্মৃতিতে এখনও জোরালো।
advertisement
1/5

শাহরুখ খান এবং করণ জোহর। অভিনেতা-পরিচালকের চিরাচরিত সম্পর্কে ঊর্ধ্বে গিয়ে নজির গড়েছে তাঁদের বন্ধুত্ব। বলিউডের দুই স্তম্ভের প্রথম দেখাও হয়েছিল নিছক বলিউডি ছক মেনেই।
advertisement
2/5
সে বহু বছর আগের কথা। তখনও ছবি তৈরির কথা ভাবতে পারেননি করণ। সদ্য কলেজ পাশ করা যুবকের তখন দু'চোখ ভরা স্বপ্ন। পরিচালক নয়, ফ্যাশন ডিজাইনার হতে চেয়েছিলেন তিনি। শাহরুখের সঙ্গে প্রথম সাক্ষাৎ করণের স্মৃতিতে এখনও জোরালো।
advertisement
3/5
প্রথম দেখাতেই শাহরুখকে তাঁর শার্টের বোতাম খোলার অনুরোধ করেছিলেন করণ। তার কারণও ছিল বটে। করণ জানান, তাঁর মনে হয়েছিল শাহরুখের অ্যাডামস অ্যাপেল (গলার ঠিক মাঝের উঁচু মতো অংশ) দৃশ্যমান হতে, অভিনেতাকে আরও সুদর্শন মনে হবে।
advertisement
4/5
করণের এই পরামর্শ শাহরুখ শুনেছিলেন ঠিকই, তবে তা একেবারেই মনে ধরেনি অভিনেতার। পুরো বিষয়টি জানাতে বন্ধু আদিত্য চোপড়াকে ফোন করেন তিনি। করণ কে? কেনই বা শাহরুখের অ্যাডামস অ্যাপেল নিয়ে তাঁর এত আগ্রহ? আদিত্যকে এ হেন একাধিক প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন বাদশা।
advertisement
5/5
এর পর কেটেছে বহু বছর। সময় যত বেড়েছ করণ এবং শাহরুখের বন্ধুত্ব গাঢ় হয়েছে। মনোমালিন্য থাকলেও তাঁদের সম্পর্কের রং মলিন হয়নি।