Karan Johar: মনে হত হার্ট অ্যাটাক হবে, সারা শরীরে কাঁপুনি...! স্বাস্থ্য নিয়ে বিস্ফোরক করণ, কী হয়েছিল
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Karan Johar: শেরশাহ ছবি প্রযোজনা করার জন্য বিশেষ সম্মান প্রদান করা হল তাঁকে। সেই পরিচালক-প্রযোজক সম্প্রতি নিজের মানসিক অবসাদের কথা খুলে বললেন। গত জুলাইতে কীভাবে নিজেকে সামলেছেন সেই কথাই জানালেন সবাইকে।
advertisement
1/6

সাত বছর পর পরিচালকের আসনে। তার আগের তিন বছর খুবই কঠিন সময় কেটেছে তাঁর। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর স্বজনপোষণের অভিযোগে বারবার কাটগড়ায় তোলা হয়েছিল তাঁকে। সেই করণ জোহর সদ্যই জাতীয় পুরস্কার গ্রহণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে।
advertisement
2/6
শেরশাহ ছবি প্রযোজনা করার জন্য বিশেষ সম্মান প্রদান করা হল তাঁকে। সেই পরিচালক-প্রযোজক সম্প্রতি নিজের মানসিক অবসাদের কথা খুলে বললেন। গত জুলাই মাসে তিনি ঠিক কীভাবে নিজেকে সামলেছেন সেই কথাই জানালেন সবাইকে।
advertisement
3/6
‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র মুক্তির জন্য অপেক্ষারত পরিচালক বললেন, ‘‘প্রবল অ্যাংজাইটিতে ছিলাম। মনে হত এই বুঝি হার্ট অ্যাটাক হবে আমার। সারা শরীরে কাঁপুনি ধরত। কাছের কাউকেই বলতে পারিনি।’’
advertisement
4/6
‘‘সাত বছরের একটা বিরতি, তারপর গত তিন বছর খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। ট্রোলের মুখে পড়ে অ্যাংজাইটি বেড়ে গিয়েছিল। গোটা ইন্ডাস্ট্রিতে আমাকে নিয়ে নেতিবাচকতা তৈরি হয়েছিল। আমার বা আমার মায়ের জন্য সেটা সহজ ছিল না।’’
advertisement
5/6
‘‘এই ছবির মাধ্যমে সাফল্য ততটাও চাইনি, চেয়েছি যেন মানুষ আমাকে বোঝে। তাঁরা যেন আমাকে আজও প্রাসঙ্গিক বলে মনে করেন। আমি যেন তাঁদের সঙ্গে ছবির মধ্যে দিয়ে কথা বলতে পারি।’’
advertisement
6/6
প্রসঙ্গত, ‘রকি অউর রানি’ ছবিটি প্রবল সাফল্য দেখেছে। ভারতের বক্স অফিসে এই ছবির ব্যবসা প্রায় ১৫৩.৬০ কোটির উপর। ব্যবসার পাশাপাশি ছবিটি প্রশংসিত হয়েছে।