Death News: শোকে পাথর! কাছের প্রিয়জনকে হারালেন কপিল শর্মা, কীভাবে মৃত্যু হল বাঙালি ‘দাস দাদা’র, জানলে চোখে জল আসবে
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Death News: প্রয়াত কপিল শর্মার শোয়ের নেপথ্য নায়ক দাস দাদা৷ কীভাবে মৃত্যু হল এই দাস দাদার? মিডিয়া রিপোর্ট অনুসারে, দাস দাদা অর্থাৎ কৃষ্ণ দাস গত বছর তার স্ত্রীকে হারিয়েছিলেন। স্ত্রীর মৃত্যুর পর তিনি অসুস্থ হতে শুরু করেন। জানা গেছে যে দাস দাদার হৃদরোগ ছিল, যা ধীরে ধীরে বাড়তে থাকে।
advertisement
1/7

বিনোদন জগতে ফের দুঃসংবাদ। সকালের প্রিয় ‘দাস দাদা’ আর নেই। প্রয়াত কপিল শর্মার শোয়ের নেপথ্য নায়ক দাস দাদা৷ তাঁর আকস্মিক মৃত্যুতে শোকে পাথর কপিল শর্মা-সহ তাঁর গোটা টিম৷
advertisement
2/7
কপিল শর্মার শো-এর দীর্ঘদিনের সঙ্গী এই ফটোগ্রাফার দাস দাদা৷ তাঁর আসল নাম কৃষ্ণ দাস৷ ক্যামেরার পিছনের সকলের প্রিয় মুখ ছিলেন ফটোগ্রাফার দাস দাদা৷ তাঁর আচমকা মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে৷
advertisement
3/7
‘দ্য কপিল শর্মা শো’-এর শুরুর দিন থেকেই দাস দাদা অবিচ্ছেদ্য অংশ ছিলেন৷ তাঁর অসাধারণ ফোটোগ্রাফি যেমন সকলের মন কেড়ে নিয়েছিল তেমনই তাঁর হাসিমুখ এবং আন্তরিকতা আজীবন সকলের মনে গেথে থাকবে।
advertisement
4/7
তিনি শুধু একজন কর্মী নন, বরং কপিলের পরিবারের একজন সদস্য হয়ে উঠেছিলেন। একাধিক শো-তে তাঁক নাম নিয়ে প্রশংসাও করেছেন কপিল শর্মা। প্রিয় দাদাকে হারিয়ে শোকস্তব্ধ কপিল।
advertisement
5/7
সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টে কপিল লেখেন- 'দাস দাদাকে হারালেন আমরা। আজ আমাদের ভীষণ দুঃখের দিন। বছরের পর বছর ধরে দাসদাদার তোলা অনেক স্মৃতিই এখন তাঁর রেখে যাওয়া চিহ্ন। তিনি যেমন ভদ্রলোক ছিলেন তেমনই আমাদের পাশে থাকতেন সর্বদা। ভীষণ মিস করব দাদা তোমাকে। তোমার আত্মা শান্তিতে থাকুক। তোমার স্মৃতি আমাদের হৃদয়ের প্রতিটি ফ্রেমে রয়ে যাবে।'
advertisement
6/7
'দাস দাদা'-র মৃত্যুতে তারকা-কলাকুলশীদের পাশাপাশি কমেডিয়ান অভিনেতা কিকু শারদাও সোশ্যাল মিডিয়ায় গভীর শোকপ্রকাশ করে লেখেন- 'তোমাকে খুব মিস করব দাদা।' উল্লেখ্য, ২০১৮ সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন কপিল শর্মার প্রিয় দাস দাদা।
advertisement
7/7
কীভাবে মৃত্যু হল এই দাস দাদার? মিডিয়া রিপোর্ট অনুসারে, দাস দাদা অর্থাৎ কৃষ্ণ দাস গত বছর তার স্ত্রীকে হারিয়েছিলেন। স্ত্রীর মৃত্যুর পর তিনি অসুস্থ হতে শুরু করেন। জানা গেছে যে দাস দাদার হৃদরোগ ছিল, যা ধীরে ধীরে বাড়তে থাকে। -দাস দাদা গত কিছুদিন ধরে আরও অসুস্থ হয়ে পড়েছিলেন। এমন পরিস্থিতিতে, তিনি শো-তে কাজ করতেও পারেননি। অবশেষে আর শেষরক্ষা হল না, এই পৃথিবীকে বিদায় জানিয়ে সকলকে ছেড়ে চলে গেলেন দাস দাদা৷