TRENDING:

Kapil Sharma: এ কী হল! শুরুর দু' মাসেই বন্ধ হয়ে যাচ্ছে কপিল শর্মা শো? অর্চনার পোস্টে তোলপাড় নেটপাড়া

Last Updated:
সম্প্রতি নেটফ্লিক্সে কপিল শর্মার ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে উপস্থিত হয়েছিলেন বলিউডের সুপারস্টার আমির খান।
advertisement
1/7
এ কী হল! শুরুর দু' মাসেই বন্ধ হয়ে যাচ্ছে কপিল শর্মা শো? অর্চনার পোস্টে তোলপাড়
কপিল শর্মা ভক্তদের জন্য দুঃখজনক খবর। দুই মাসেরও কম সময়ের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো। বৃহস্পতিবার অর্চনা পুরন সিংয়ের সামাজিক মাধ্যমের একটি পোস্টে এমন ইঙ্গিতই মিলেছে।
advertisement
2/7
৩০ মার্চ নেটফ্লিক্সে দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোয়ের প্রিমিয়ার হয়েছিল। ছিলেন রণবীর কাপুর, নীতু কাপুর এবং ঋদ্ধিমা কাপুর সাহনি। দ্বিতীয় পর্বে, রোহিত শর্মা এবং শ্রেয়াস আইয়ারআসেন। দিলজিৎ দোসাঞ্জ এবং পরিণীতি চোপড়া তাঁদের সদ্য মুক্তি প্রাপ্ত অমর সিং চামকিলার প্রমোশনে আসেন।
advertisement
3/7
সম্প্রতি নেটফ্লিক্সে কপিল শর্মার ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে উপস্থিত হয়েছিলেন বলিউডের সুপারস্টার আমির খান। বি-টাউনে তিনি ‘মিস্টার পারফেকশনিস্ট’ নামেও প্রসিদ্ধ।
advertisement
4/7
রিপোর্ট অনুযায়ী, কপিল এই মুহূর্তে ২৮০ থেকে ৩০০ কোটি টাকার মালিক। প্রতি এপিসোডে কাজ করার জন্য ৫০ লক্ষ টাকা চার্জ কপিলের।
advertisement
5/7
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, অর্চনার মোট মূল্য ২২২ কোটি টাকা। তিনি দ্য কপিল শর্মা শো-র প্রতি এপিসোডের জন্য ১০ লক্ষ টাকা নিতেন৷  রিপোর্ট অনুসারে, তিনি এই শোয়ের তৃতীয় সিজনের জন্য ৮ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন।
advertisement
6/7
ইতিমধ্যে চারটি ছবিও করে ফেলেছেন কপিল। ভাবনাও কো সমঝো, কিস কিসকো পেয়ার করু, ফিরাঙ্গি ও জুইগ্যাটো। ভারতে এই মুহূর্তে সবচেয়ে বেশি রোজগেরে কৌতুকশিল্পী কপিল শর্মা।
advertisement
7/7
তাহলে কী এমন হল যে বন্ধ হয়ে যাচ্ছে এই শো? না খুব দুঃখ পাওয়ার কিছু নেই। আপাতত প্রথম সিজনের শুট শেষ হল। আশা করা যায় শীঘ্রই দ্বিতীয় সিজন নিয়ে আসবে কপিল শর্মা শো।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Kapil Sharma: এ কী হল! শুরুর দু' মাসেই বন্ধ হয়ে যাচ্ছে কপিল শর্মা শো? অর্চনার পোস্টে তোলপাড় নেটপাড়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল