Kapil Sharma Lifestyle: কোটি কোটি কোটি কোটি ... 'কমেডি কিং' কপিল শর্মার সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Kapil Sharma Lifestyle Birthday Special: কপিল শর্মার কাছে রয়েছে বিলাসী একাধিক গাড়ি। মার্সেডিজ বেঞ্জ এস৩৫০, রেঞ্জ রোভার ইভোক, ভলভো এক্স সি ৯০ ও একটি বিলাসবহুল ভ্যানিটি ভ্যান রয়েছে।
advertisement
1/8

এককথায় বললে, লোককে হাসিয়ে কোটি কোটি টাকার মালিক কপিল শর্মা। মঙ্গলবার তাঁর ৪৩ বছরের জন্মদিন। কেমন লাইফস্টাইল 'কমেডি কিং' কপিলের? কত টাকা তাঁর? সম্পত্তির পরিমাণ কত? এসব জানলে চোখ কপালে উঠবে আপনার।
advertisement
2/8
মঞ্চে তিনি সদা হাসিখুশি। জনপ্রিয়তায়, উপার্জনের নিরিখে বলিউডের তারকাদের টক্কর দিতে পারেন কপিল শর্মা। পঞ্জাবের মধ্যবিত্ত পরিবারের ছেলে থেকে বর্তমানের টেলিভিশনের পয়লা নম্বর সঞ্চালক কপিল শর্মা। মাত্র কয়েক বছরের মধ্যে বিপুল সম্পত্তির অধিকারী হয়েছেন কপিল।
advertisement
3/8
সম্প্রতি তাঁর কাছে জানতে চাওয়া হয়, তিনি কি সত্যি ৩০০ কোটির অধিকারী? নির্দ্বিধায় জবাব দিলেন কপিল। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ সিজন ৩’ জেতার পর রাতারাতি খ্যাতি অর্জন করেন কপিল।
advertisement
4/8
সোনি টিভির কমেডি রিয়েলিটি শো ‘কমেডি সার্কাস’-এর একাধিক সিজন জিতেছেন। তার পর শুরু করেন ‘কপিল শর্মা শো’। জনপ্রিয়তার শীর্ষে পৌঁছন কপিল। সম্প্রতি নেটফ্লিক্সে এসেছে তাঁর নতুন শো 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'।
advertisement
5/8
ইতিমধ্যে চারটি ছবিও করে ফেলেছেন কপিল। ভাবনাও কো সমঝো, কিস কিসকো পেয়ার করু, ফিরাঙ্গি ও জুইগ্যাটো। ভারতে এই মুহূর্তে সবচেয়ে বেশি রোজগেরে কৌতুকশিল্পী কপিল শর্মা।
advertisement
6/8
রিপোর্ট অনুযায়ী, কপিল এই মুহূর্তে ২৮০ থেকে ৩০০ কোটি টাকার মালিক। প্রতি এপিসোডে কাজ করার জন্য ৫০ লক্ষ টাকা চার্জ কপিলের।
advertisement
7/8
কপিলের কাছে রয়েছে বিলাসী একাধিক গাড়ি। মার্সেডিজ বেঞ্জ এস৩৫০, রেঞ্জ রোভার ইভোক, ভলভো এক্স সি ৯০ ও একটি বিলাসবহুল ভ্যানিটি ভ্যান রয়েছে। মুম্বইতে ১৫ কোটি টাকার একটি বাংলো রয়েছে। ২৫ কোটির একটি ফার্মহাউজ রয়েছে।
advertisement
8/8
সম্পত্তি নিয়ে কপিল কিছুদিন আগে বলেছিলেন, 'আমি জীবনে অনেক টাকা হারিয়েছি… সত্যি বলতে আমি এ সব নিয়ে ভাবি না। আমি জানি যে, আমার একটি বাড়ি আছে, একটি গাড়ি আছে, আমার একটি পরিবার আছে এবং এটাই গুরুত্বপূর্ণ। তবে এটা ঠিক আমি সাধু নই। ভাল টাকার প্রস্তাব ফিরিয়ে দেব না। কিন্তু আমার ভাবনা এখনও মাইনে পাওয়া মধ্যবিত্ত বেতনভোগীর মতো । আমার স্ত্রী জিনিসপত্র কেনে। ও খরুচে, কিন্তু আমি খুব একটা খরচ করি না।'