TRENDING:

Kangana Ranaut Saree Swag: কখনও রেট্রো, কখনও সাবেকী, কখনও বা হালফ্যাশনের...শাড়িতে মোহময়ী কঙ্গনা

Last Updated:
শুধু বিতর্কই নয়, নয়া স্টাইল স্টেটমেন্ট তৈরিতে কঙ্গনার জুরি মেলা ভার!
advertisement
1/9
কখনও রেট্রো, কখনও সাবেকী, কখনও বা হালফ্যাশনের...শাড়িতে মোহময়ী কঙ্গনা
সেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যু থেকে শুরু! এরপর প্রায় নিত্যদিনই কোনও না বিতকঘে জড়িয়ে পড়ছেন বলিটাউনের কছুইন কঙ্গনা রানাওয়াত! তাঁর আক্রমণের তালিকাআয় কে আছেন আর কে নেই? তবে শুধু বিতর্ক নয়! নয়া স্টাইল স্টেটমেন্ট তৈরিতে কঙ্গনার জুরি মেলা ভার! গোলাপী শিফন, একই রং-এর স্লিভলেস ব্লাউজ, হাতে ব্যাগ, চোখে কালো গ্লেয়ার, চুল টেনে বাঁধা... এয়ারপোর্টে রেটরো লুক-এ দেখা মিলল সুন্দরীর!
advertisement
2/9
শাড়ির সঙ্গে কঙ্গনা টিম-আপ করেছেন ব্লেজার! গলায় তিন থাকের স্টোন স্টাডেড চেন! বলিউডের রোম্যান্টিক কমেডি ছবিগুলির মধ্যে অত্যন্ত জনপ্রিয় 'তনু ওয়েডস মনু' ফ্র্যাঞ্চাইজি। ২০১০ সালের 'তনু ওয়েডস মনু' ও ২০১৫-তে 'তন্নু ওয়েডস মনু রিটার্নস' দুটি ছবিতেই মুখ্য ভূমিকায় দর্শকদের মন জয় করেছিলেন আর মাধবন ও কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। এবার সেই ফ্র্যাঞ্চাইজিরই তৃতীয় ছবি 'তনু ওয়েডস মনু ৩' (Tanu Weds Manu 3) আসতে চলেছে। ছবিতে নায়িকা হিসেবে ফের দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে (Kangana Ranaut)। তবে এবার আর মাধবনকে দেখা যাবে না বলেই খবর।
advertisement
3/9
স্লেট রং-এর সাবেকী শাড়িতে কঙ্গনা রানাওয়াত! গলায় মুঘল ডিজাইনের চোকার, কানে ঝুলছে কানবালা। উদানীংকালে তাঁর নাম সব্রাগ্রে থাকে সমালোচনা আর বিতর্কে! প্রায় কাউকেই আক্রমণ করতে ছাড়েন না সুন্দরী! কঙ্গনার আক্রমণের তালিকায় রয়েছেন শাহিদ কাপুরও! হালে নায়িকা জানান, বিশাল ভরদ্বাজের 'রঙ্গুন'-এ শাহিদ আর তাঁর মধ্যে একটি ঘনিষ্ঠ দৃশ্য ছিল। কাদায় মাখামাখি কঙ্গনা রানাওয়াত আর শাহিদ কাপুর। তাঁদের শরীরের ওপর ভাগ নগ্ন, তারমধ্যেই রগরগে চুমু! কঙ্গনা জানান, সেই চুমুর অভিজ্ঞতা না কী ছিল ভয়ানক!
advertisement
4/9
কিন্তু কেন শাহিদকে চুমু খাওয়ার অভিজ্ঞতা ভয়ানক ছিল? কঙ্গনার ভাষায়, 'শাহিদের বিশাল গোঁফ তাঁর মুখে ঢুকে যায়।''
advertisement
5/9
'গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' দেখে আলিয়ার প্রশংসা করেছিলেন কঙ্গনা রানাওয়াত। সপ্তাহান্তে সঞ্জয় লীলা ভন্সালীর ছবির ব্যবসা করে ৩৯ কোটি! সোমবার সোশ্যাল মিডিয়ায় সেই খবর ছড়িয়ে পড়তেই কঙ্গনার কটাক্ষের নিশানায় পর্দার 'গঙ্গুবাই'। অভিনেত্রীর দাবি, নামী পরিচালক, কোনও পরচার ছাড়াই তাঁর ‘মণিকর্ণিকা’ মাত্র তিন দিনে ছুঁয়েছিল ৪৩ কোটি!
advertisement
6/9
কঙ্গনার আরও যুক্তি, সঞ্জয় লীলা ভন্সালীর 'গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' একা মুক্তি পেয়েছে। ‘মণিকর্ণিকা’র সময়ে কঙ্গনাকে পাল্লা দিতে হয়েছে 'উরি', 'বালা'-র মতো ছবির সঙ্গে
advertisement
7/9
ক’দিন আগেই দীপিকা পাড়ুকোনের ‘গেহরাইয়াঁ’-র কট্টর সমালোচনা করেছিলেন কঙ্গনা রানাউত, পরোক্ষে শকুন বাত্রার ছবিকে পর্নোগ্রাফিও বলেন।
advertisement
8/9
‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’-র মুক্তির আগে নেটমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ‘ছোট আলিয়া ভট্ট’ নামে পরিচিত কিয়ারা খান্না ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’-এ আলিয়ার একটি দৃশ্য অনুকরণ করে নেটমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন। দেখা যায়, কিয়ারা আলিয়া ভট্টের ভঙ্গিমায় কথা বলছে, তার মুখে বিড়ির বদলে দেশলাই। ভিডিওটি দেখেই বেজায় চটেছেন কঙ্গনা। কঙ্গনার প্রশ্ন, ‘দেশ জুড়ে শত শত শিশুকে যেখানে যৌন হেনস্থা করা হয়, সেখানে বিড়ি মুখে নিয়ে অশ্লীল সংলাপ বলছেন, এমন এক জন যৌনকর্মীর চরিত্রের অংশ কি এক শিশুর অনুকরণ করা উচিত?’
advertisement
9/9
আলিয়াও অবশ্য চুপ থাকার পাত্র নন! তিনি পালটা বলেন, বড়দের অনুমতিতেই নিশ্চয় ‘গঙ্গুবাই’ সেজেছে ‘ছোটি আলিয়া’
বাংলা খবর/ছবি/বিনোদন/
Kangana Ranaut Saree Swag: কখনও রেট্রো, কখনও সাবেকী, কখনও বা হালফ্যাশনের...শাড়িতে মোহময়ী কঙ্গনা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল