TRENDING:

Kangana Ranaut: অষ্টম দিনে মাত্র ২০টি টিকিট বিক্রি করল 'ধাকড়', ট্রোলিংয়ের বন্যায় ভাসলেন কঙ্গনা

Last Updated:
Kangana Ranaut: ইন্ডিয়ান বক্স অফিস নামক ট্যুইটার হ্যান্ডেল, একটি ট্যুইটে উল্লেখ করেছে যে "ধাকড় ভারত জুড়ে ২০ টি টিকিট বিক্রি করে ৪ হাজার সংগ্রহ করেছে।" এটি আরও লিখেছে কীভাবে ভারতের ১ নম্বর মহিলা তারকা আলিয়া ভাটের গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি দ্বিতীয় শুক্রবার ৫.০১ কোটি সংগ্রহ করেছে।
advertisement
1/7
অষ্টম দিনে মাত্র ২০টি টিকিট বিক্রি করল 'ধাকড়', ট্রোলিংয়ের বন্যায় ভাসলেন কঙ্গন
কঙ্গনা রানাউত এবং অর্জুন রামপাল অভিনীত ধাকড় বক্স অফিসে একেবারেই অসফল। প্রতিবেদন অনুসারে, সিনেমাটি ভারত জুড়ে মাত্র ২০টি টিকিট বিক্রি করতে পেরেছে, যার ফলে মাত্র ৪,৪২০ টাকা সংগ্রহ হয়েছে। ইন্ডিয়ান বক্স অফিস নামক টুইটার হ্যান্ডেল, একটি টুইটে উল্লেখ করেছে যে "ধাকড় ভারত জুড়ে ২০ টি টিকিট বিক্রি করে ৪ হাজার সংগ্রহ করেছে।" এটি আরও লিখেছে কীভাবে ভারতের ১ নম্বর মহিলা তারকা আলিয়া ভাটের গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি দ্বিতীয় শুক্রবার ৫৷০! কোটি সংগ্রহ করেছে।
advertisement
2/7
এই অবস্থার পূর্ণ সুযোগ নিয়েছেন মিমাররা। ট্রোলের বন্যায় কঙ্গনাকে ভাসিয়েছেন তাঁরা।
advertisement
3/7
আলিয়া ভাটের উদ্দেশ্যে বিদ্রূপাত্মক মন্তব্য করেছিলেন কঙ্গনা। এবার তার জবাব দিয়েছেন মিমাররা। তাঁকে সবথেকে ফ্লপ অভিনেত্রী বলা হয়েছে।
advertisement
4/7
কোনও মিমে দেখানো হয়েছে কঙ্গনা সর্ষেক্ষেতে বসে দর্শক ডাকছেন।
advertisement
5/7
'গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' দেখে আলিয়ার প্রশংসা করেছিলেন কঙ্গনা রানাওয়াত। সপ্তাহান্তে সঞ্জয় লীলা ভন্সালীর ছবির ব্যবসা করে ৩৯ কোটি! সোমবার সোশ্যাল মিডিয়ায় সেই খবর ছড়িয়ে পড়তেই কঙ্গনার কটাক্ষের নিশানায় পর্দার 'গঙ্গুবাই'। অভিনেত্রীর দাবি, নামী পরিচালক, কোনও পরচার ছাড়াই তাঁর ‘মণিকর্ণিকা’ মাত্র তিন দিনে ছুঁয়েছিল ৪৩ কোটি!
advertisement
6/7
তাহলে এবার কী হল? প্রশ্ন তুলছেন নেটিজেনরা। সদ্য মুক্তি পাওয়া পঞ্চায়েত নামক ওয়েব সিরিজের দৃশ্যও তুলে ধরা হয়েছে এখানে।
advertisement
7/7
সব থেকে মজার হল, একটি মিমে বলা হয়েছে এই ২০ জন দর্শক হলেন কঙ্গনা ও তার বডিগার্ডেরা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Kangana Ranaut: অষ্টম দিনে মাত্র ২০টি টিকিট বিক্রি করল 'ধাকড়', ট্রোলিংয়ের বন্যায় ভাসলেন কঙ্গনা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল