Kangana Ranaut : জন্মদিন কঙ্গনার! দিদির সঙ্গে বিশেষ দিন অভিনব ভাবে পালন করছেন ক্যুইন
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Kangana Ranaut : সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে কঙ্গনা জন্মদিনের জন্য নিয়েছেন একটি নীল রঙের ডিজাইনার কুর্তা, লাল রঙের একটি সালওয়ার এবং হলুদ ওড়না।
advertisement
1/7

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut) আজ জন্মদিন। ৩৫ বছরে পা রাখলেন তিনি। আর জন্মদিন উপলক্ষে কঙ্গনা পৌঁছে গেলেন এবার বৈষ্ণো দেবী মন্দির।
advertisement
2/7
দিদি রঙ্গোলি চন্দেলকে সঙ্গে নিয়ে এই মন্দির দর্শনে যান তিনি। সেখান থেকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
advertisement
3/7
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে কঙ্গনা (Kangana Ranaut) জন্মদিনের জন্য নিয়েছেন একটি নীল রঙের ডিজাইনার কুর্তা, লাল রঙের একটি সালওয়ার এবং হলুদ ওড়না।
advertisement
4/7
জন্মদিন নিয়ে যে তিনি উচ্ছসিত তা ছবিতেই স্পষ্ট। ছবিগুলিতে নজর কেড়েছে প্রাকৃতিক সৌন্দর্যও। রাতের পাহাড়ে আলোর মালা দেখে মুগ্ধ নেটিজেনরা।
advertisement
5/7
ছবিগুলির ক্যাপশনে কঙ্গনা লিখছেন, "আজ আমার জন্মদিন উপলক্ষে ভগবতী শ্রী বৈষ্ণো দেবীর কাছে এলাম। তাঁর ও আমার বাবা মায়ের আশীর্বাদে আগামী বছরের ভালো কাটবে আশা করি। আপনাদের সকলকে ধন্যবাদ এত ভালোবাসা ও শুভেচ্ছার জন্য।"
advertisement
6/7
কঙ্গনাকে (Kangana Ranaut) sএই পোস্টে তাঁর অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। প্রসঙ্গত, কঙ্গনা হিমাচল প্রদেশের ভাম্বলা নামে এক শহরের বাসিন্দা। সেই শহর থেকে এসেই বলিউডে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী।
advertisement
7/7
এখন তিনি বলিউডের ক্যুই। নানা রকমের মন্তব্য করে বিতর্কে জড়ান ঠিকই। কিন্তু তাঁকে কেউ এড়িয়ে যেতে পারে না।এছাড়া অভিনয়েও মুগ্ধ করেছেন তিনি।