Kangana Ranaut Rumor: কঙ্গনা কি এবার বিয়ের পিঁড়িতে? পুরুষ সঙ্গীর হাত ধরে শহরে নায়িকা! কে তিনি? চমকে যাবেন
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Kangana Ranaut Rumor: কঙ্গনা মাত্র কয়েক মাস আগেই বিয়ের পরিকল্পনা সম্পর্কে মুখ খুলেছিলেন। তিনি জানান, অবশ্যই আগামী পাঁচ বছরের মধ্যে গাঁটছড়া বাঁধবেন।
advertisement
1/7

সপ্তাহান্তের শুরুতেই বিরাট চমক দিলেন বলিউডের ক্যুইন। বিয়ের সানাই বাজবে নাকি রানাউত পরিবারে? সম্প্রতি মুম্বইয়ে এক পুরুষের সঙ্গে হাতে হাত ধরে দেখা গেল অভিনেত্রী কঙ্গনা রানাউতকে।
advertisement
2/7
কে সেই পুরুষ সঙ্গী? তাঁর পরিচয় জানা না গেলেও ছবি দেখে বোঝা গেল, তিনি বিদেশি। কালো প্যান্ট জামা পরে পার্লার থেকে নায়িকার হাত ধরে বেরিয়ে আসছেন তিনি।
advertisement
3/7
চমকে গিয়েছে সকলে। তাহলে কি কঙ্গনা প্রেম করছেন? নেটিজেনদের কেউ লিখলেন, ‘ওঁর প্রেমিক কে?’, কেউ বললেন, ‘কঙ্গনা রাজকন্যা আর উনি (পুরুষ সঙ্গী) বেশ সুন্দর দেখতে’, কেউ ডাকলেন, ‘জামাইবাবু’।
advertisement
4/7
মজার বিষয় হল, কঙ্গনা মাত্র কয়েক মাস আগেই বিয়ের পরিকল্পনা সম্পর্কে মুখ খুলেছিলেন। তিনি জানান, অবশ্যই আগামী পাঁচ বছরের মধ্যে গাঁটছড়া বাঁধবেন।
advertisement
5/7
২০২৩-এর অক্টোবরে তাঁর ছবি ‘তেজস’-এর প্রচারে বলেছিলেন, তিনি পরিবারের সঙ্গে মিলেমিশে থাকতে ভালবাসেন। খুবই তাড়াতাড়ি নিজের একটি পরিবার করার কথা ভাবছেন।
advertisement
6/7
কঙ্গনার কথায়, “প্রত্যেক মেয়েই তার বিয়ে এবং সংসার করার স্বপ্ন দেখে। আমি সম্পূর্ণ পারিবারিক মানুষ, এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।’’
advertisement
7/7
‘‘আমি বিয়ে করতে চাই এবং একটি পরিবার করতে চাই। এবং এটি আগামী পাঁচ বছরের আগেই হবে। প্রেম করে এবং সম্বন্ধ করে, দু’টিই হলে ভাল।”