Kanchan-Sreemoyee Wedding: ৯৫ বছরের দাদুর থেকে অনুমতি... তৃতীয় বউকে ঠেসে চুমু কাঞ্চনের, শ্রীময়ী লিখলেন, মিস্টার মল্লিক, তুমি আমারই!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Kanchan-Sreemoyee Wedding: সোমবার দুপুরে নববধূ ফেসবুকে সমস্ত ছবি শেয়ার করে স্বামীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে দীর্ঘ লেখা লেখেন। সঙ্গে ৪৬টি ছবি! সেই লেখায় কাঞ্চনকে আর ‘দাদা’ নয়, মিস্টার মল্লিক হিসেবেই সম্বোধন করলেন তিনি।
advertisement
1/11

প্রেমদিবসেই কাজ সেরে ফেলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। কখনও বান্ধবী, কখনও বোনের মতো শ্রীময়ীকে এবার স্ত্রীর আসনে বসালেন অভিনেতা-তৃণমূল বিধায়ক। তৃতীয় বার বিয়ে করলেন কাঞ্চন।
advertisement
2/11
বিয়ে হয়েছে একদম চুপিসাড়ে। খবর পাওয়া গিয়েছে চার দিন পরে। চারদিকে হইচই শুরু। কটাক্ষ তো চিরসঙ্গী, তবে শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছে টেলি থেকে টলিপাড়া।
advertisement
3/11
প্রাক্তন, দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আইনি বিচ্ছেদ পাকাপাকি হওয়ার পরেই শ্রীময়ীর সঙ্গে নতুন জীবন শুরু কাঞ্চনের। বিয়ের দিন দু’জনেই সেজে ওঠেন লাল পোশাকে।
advertisement
4/11
আজ, সোমবার দুপুরে নববধূ ফেসবুকে সমস্ত ছবি শেয়ার করে স্বামীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে দীর্ঘ লেখা লেখেন। সঙ্গে ৪৬টি ছবি! সেই লেখায় কাঞ্চনকে আর ‘দাদা’ নয়, মিস্টার মল্লিক হিসেবেই সম্বোধন করলেন তিনি।
advertisement
5/11
ইংরেজিতে লেখা সেই পোস্টটি বাংলায় অনুবাদ করলে যা দাঁড়ায়, ‘জীবনে কেবল একবারই তোমার সঙ্গে দেখা হবে তার। যে তোমার মন ভরিয়ে তুলবে। যাকে দেখে পেটে প্রজাপতির লম্ফঝম্প টের পাওয়া যাবে যেন। হাত পা শিথিল হয়ে আসবে তাকে দেখলে।’
advertisement
6/11
‘সেই বিশেষ ব্যক্তির সঙ্গে জীবনের পথে তোমার দেখা হওয়াটাও খুবই বিরল। যে তোমার সঙ্গী হয়ে এসে তোমার জীবনটাকে পুরো উল্টেপাল্টে দেবে। তার ভালবাসা এবং স্নেহই জীবনকে নতুন মোড় দেবে। এমন কাউকে খুঁজে পাওয়াই ম্যাজিকের মতো। যে একটি চিরন্তন আগুন জ্বালিয়ে আপনার আত্মাকে উষ্ণ করে তুলবে৷’
advertisement
7/11
‘তাই জীবনে এমন কোনও মানুষ যদি আসে, যে তোমায় সমস্ত হৃদয় মেলে ভালবাসবে, তাকে আলিঙ্গন করে, লালন করে, মূল্য দিয়ে নিজের হৃদমাঝারে রেখে দিও। আর মনের মধ্যে যত ভালবাসা আছে, সবটা দিয়ে দিও। আমার ভালবাসার মানুষ। মিস্টার মল্লিক, তুমি আমারই।’
advertisement
8/11
‘তাই জীবনে এমন কোনও মানুষ যদি আসে, যে তোমায় সমস্ত হৃদয় মেলে ভালবাসবে, তাকে আলিঙ্গন করে, লালন করে, মূল্য দিয়ে নিজের হৃদমাঝারে রেখে দিও। আর মনের মধ্যে যত ভালবাসা আছে, সবটা দিয়ে দিও। আমার ভালবাসার মানুষ। মিস্টার মল্লিক, তুমি আমারই।’
advertisement
9/11
এক সংবাদমাধ্যমকে শ্রীময়ী জানান, ভ্যালেন্টাইন্স ডে-র দিন হাঁটু মুড়ে ফিল্মি কায়দায় প্রপোজ করেন কাঞ্চন৷ তারপরই বলেন, ‘‘আমাকে বিয়ে করবে?’’ সঙ্গে সঙ্গে উত্তরে ‘হ্যাঁ’ বলেন অভিনেত্রী৷ বিয়ের পরিকল্পনা আগেই সেরে রেখেছিলেন কাঞ্চন, তবে তা নাকি ঘূণাক্ষরেও টের পাননি তিনি৷
advertisement
10/11
১৪ ফেব্রুয়ারি কাঞ্চনের বাড়িতে গিয়েই হতবাক অভিনেত্রী৷ গোটা ফ্ল্যাট ফুল ও বেলুনে সাজান অভিনেতা৷ বাড়িভর্তি লোকের সামনেই শ্রীময়ীকে বিয়ের প্রস্তাব দেন কাঞ্চন৷ তৃতীয় স্ত্রীকে উপহার হিসেবে প্ল্যাটিনামের আংটি উপহার দেন৷
advertisement
11/11
আগে থেকেই অভিনেত্রীর ৯৫ বছর বয়সি দাদুর কাছে বিয়ের অনুমতি চেয়ে রেখেছিলেন কাঞ্চন৷ তবে কি দাদুর সম্মতিতেই বিয়েটা তড়িঘড়ি করে নিলেন তাঁরা৷ এখন শুধু সামাজিক মতে চারহাত এক হওয়ার পালা৷