Kanchan Mullick-Sreemoyee Chattoraj Basar: ‘ধুঁকছেন’ কাঞ্চন, আহ্লাদে আটখানা শ্রীময়ী... বিধায়ক-নায়িকার বাসরঘরের ঝলক! কেমন কাটল বিয়ের রাত
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Kanchan Mullick-Sreemoyee Chattoraj Basar: রাত কেমন কাটল বর-কনের? স্টোরির ভিডিওতে দেখা যাচ্ছে, সাদামাটা গেঞ্জি-পাঞ্জাবী পরে বাসর কাটাচ্ছেন বিধায়ক। বন্ধুবান্ধবের সঙ্গে গান শুনে, নাচ করে, ঠাট্টা-মস্করা করে বাসররাত কাটল তাঁদের।
advertisement
1/8

টলিপাড়ায় বিয়ের মরশুম। অনুপম রায় এবং প্রস্মিতা পাল আইনি বিয়ে সারলেন গতকাল, শনিবার। ওই একই দিনে আরও একটি বিতর্কিত বিয়ের অনুষ্ঠান ছিল বাংলা ইন্ডাস্ট্রিতে। কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ ধুমধাম করে সামাজিক বিয়ে সারলেন।
advertisement
2/8
সমস্ত রীতিনীতি মেনে তৃতীয় বার বিয়ে করলেন অভিনেতা-বিধায়ক কাঞ্চন। সোশ্যাল মিডিয়া জুড়ে যুগলের বিয়ের ছবি এবং ভিডিও। তার মধ্যেই চোখে পড়ল শ্রীময়ীর পোস্ট করা ইনস্টাগ্রাম স্টোরি। যেখানে বাসর রাতের আবহ নজরে এল। অন্দরমহলের ঝলক দেখলেন ভক্তরা।
advertisement
3/8
সকালে হয়েছিল দধিমঙ্গল, নাহ্নিমুখ। তারপর কাঞ্চন-শ্রীময়ী সেরেছেন তাঁদের গায়ে হলুদ। আর বিয়ের পিঁড়িতে বসেছিলেন লাল বেনারসি, ভারী সোনার গয়না পরে। কাঞ্চনের পরনে ছিল সাদা ধুতি পাঞ্জাবী। কাঞ্চনের সঙ্গে মালাবদল, সিঁদুরদান করে বিয়ে সারলেন শ্রীময়ী৷
advertisement
4/8
তারপর রাত কেমন কাটল বর-কনের? স্টোরির ভিডিওতে দেখা যাচ্ছে, সাদামাটা গেঞ্জি-পাঞ্জাবী পরে বাসর কাটাচ্ছেন বিধায়ক। বন্ধুবান্ধবের সঙ্গে গান শুনে, নাচ করে, ঠাট্টা-মস্করা করে বাসররাত কাটল তাঁদের।
advertisement
5/8
কিন্তু খানিকক্ষণের মধ্যেই সকলের শরীরেই ক্লান্তির ছাপ। নিজেদের মধ্যে আড্ডা দিতে দিতেই ভিডিওতে বলাবলি করলেন, সবাই ক্লান্ত। গোধূলি লগ্নে বিয়ে ছিল বলে অনেকক্ষণ ধরে বিয়ে হয়েছে। তারপর নানা ধরনের কাজ।
advertisement
6/8
কিন্তু ক্লান্তি সত্ত্বেও কেউ থেমে যাননি। আরও এক বন্ধু আসার জন্য অপেক্ষা করছিলেন তাঁরা। আর শ্রীময়ীর গলা শুনেই বোঝা যাচ্ছে, অত ভারী শাড়ি-গয়না পরেও ক্লান্তিবোধ নেই তাঁর। ভালবাসার মানুষকে কাছে পেয়ে তিনি নতুন করে জোর পেয়েছেন যেন।
advertisement
7/8
তবে কাঞ্চনের দিকে ক্যামেরা ঘোরাতেই দেখা গেল, বালিশে মুখ গুঁজে বসে রয়েছেন বিধায়ক। চোখে ঘুমের ভাব। কিন্তু নতুন বউয়ের ডাকে মুখ তুলে পোজ দিলেন ক্যামেরার দিকে। তবে ফাঁক পেতেই বন্ধুদের মাঝে শুয়ে পড়েছেন সুনিদ্রার আশায়।
advertisement
8/8
বেহুলা-লখিন্দরের বাসররাতের প্রসঙ্গ তুললেন শ্রীময়ী। সেই সব ঠাট্টাতেও যোগদান করলেন অভিনেতা। তৃতীয় বার বিয়ের পিঁড়িতে বসেছেন বলে কটাক্ষের ঝড় সইতে হয়েছে তাঁকে। কিন্তু সেসব উপেক্ষা করেই মনের মানুষকে নিয়ে আবার সংসার শুরু করা নিয়ে উত্তেজিত অভিনেতা।